শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৭:২৯

অশ্রুসিক্ত আমিরকে জড়িয়ে ধরলেন হাফিজ ও আজহার!

অশ্রুসিক্ত আমিরকে জড়িয়ে ধরলেন হাফিজ ও আজহার!

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরের জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগদান নিয়ে চলছে পাকিস্তান ক্রিকেটে জটিল ঝামেলা। জাতীয় দলের দুই খেলোয়াড় হাফিজ ও আজহার আলী আমিরের সাথে খেলবেন বলে জানিয়ে জয় ঘোলা করেছেন একক দিন ধরে। শেষপর্যন্ত আমির মাফ চেয়ে তাদের মন গলাতে সক্ষম হলেও হাফিজ ও আজহার এখনও পর্যন্ত তাদেরে আগের সিদ্ধান্তেই পড়ে আছেন। শুক্রবার সকালে পাকিস্তানের জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে অন্যান্য খেলোয়াড়দের সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির। হাফিজ ও আজহার আলী তখনও ক্যাম্পে পৌছননি। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আমিরের সাথে একই টিমে খেলার ব্যাপারে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলেই আমিরের সাথে খেলার ব্যাপারে পজিটিভ মতামত ব্যাক্ত করেন। এইসময় আমির কাঁদতে কাঁদতে সবার কাছে মাফ চান এবং শুধুমাত্র তার নিজের জন্য যদি দলের টিম স্পিরিটে ব্যাঘাত ঘটে তাহলে সে ক্যাম্প ছাড়তে রাজি আছেন বলে সকলকে জানান। পরবর্তীতে হাফিজ ও আজহার আলী ক্যাম্পে পৌছলে আমির পুনরায় তাদের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে মাফ চান। হাফিজ ও আজহার আমিরকে এসে জড়িয়ে ধরেন এবং তাকে মাফ করে দিয়েছেন বলে জানান। কিন্তু মাফ করে দিলেও তারা মোহাম্মদ আমিরের সাথে এখন একই টিমে খেলতে রাজি আছেন কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত জানাননি। বিষয়টা এতই জলঘোলা হয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান শাহরিয়ার খান জানান ক্যাম্প বর্জনের জন্য শাস্তির মুখে পড়তে পারে হাফিজ ও আজহার এই দুই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার। ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সমাধান চাইছি। আজহার ও হাফিজের সঙ্গে আবার কথা বলবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে