শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩১:৪৯

কিউ দাপটে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, অবিশ্বাস্য পারফর্ম করলেন যারা

কিউ দাপটে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, অবিশ্বাস্য পারফর্ম করলেন যারা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডের ঘটনা এটি। টেস্টে ব্যর্থতার পর ওয়ানডে খেলতে এসেও করুণ চিত্র শ্রীলঙ্কার। লড়াইয়ের মাঠে দাপট ছিল দুই কিউ তারকার। শ্রীলঙ্কার মূল ৫ ব্যাটসম্যানের রান শুনলে চমকে যাবে ক্রিকেটপ্রেমীরা। একাদশের প্রথম ৫ ব্যাটসম্যান মিলে করেন মাত্র ২৩ রান। এমন দৈন্যদশা থেকে শ্রীলঙ্কার মান রেখেছেন মূলত দুই বোলার। শ্রীলঙ্কার শ্রীওয়ার্দেনের ৬৬ ও কুলারসেকারার ৫৮ রানের সুবাধে চরম বিপর্জয় থেকে রেহাই পায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বোলার হেনরি ও ব্রাকওয়েলের বোলিং জাদুতে ৩ ওভার বাকি থাকতেই লণ্ডভণ্ড হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রান অবশ্য দাঁড়ায় ১৮৮। দলের পক্ষে তৃতীয় ব্যক্তিগত রান ১৩। অনন্য একটি ম্যাচ এটি! হেনরি ৪ টি উইকেট নেন। ব্রাকওয়েল পান ৩টি। শুরুর দিকে টানা ৪টি উইকেট শিকার করেন হেনরি। ওই ব্যাটসম্যানদের ব্যাটে রানের দেখা মেলেনি বললেই চলে। মধ্যেভাগের কাজটা সারেন ব্রাকওয়েল। ম্যাকক্লিনহান ২টি ও মাইল ১টি উইকেট শিকার করে তাদের সহায়তা করেন। নজর কেড়ে নেয়ার দিক থেকে হেনরি ও ব্রাকওয়েলের চেয়ে শ্রীলঙ্কার ওই দুই হাফ সেঞ্চুরিয়ান বোলারও রয়েছেন। ২৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে