অবশেষে জোড়া লাগলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের সম্পর্ক
স্পোর্টস ডেস্ক: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আবার হতে চলেছে দ্বিপাক্ষিক সিরিজ। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের জুলাই-অগস্ট মাসেই বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলকে খেলতে দেখা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে চারটি টেস্ট খেলবে ভারত। দু’ দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর সমাধানসূত্র বের হয়েছে। এবং দু’ দেশের ক্রিকেট সম্পর্কের মধ্যে জমে থাকা বরফ আবার গলতে শুরু করেছে।
এর আগে, গত বছর ভারতের মাটিতে খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সময়ে সিরিজ শেষ না-করেই মাঝপথে দেশে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের থেকে অনুমতিও নেননি প্লেয়াররা। গোটা ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ওয়েস্ট ইন্ডিজকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। দিন এখন বদলেছে। অবশেষে জোড়া লাগলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সম্পর্ক। নতুন বছরে ভারতীয় দল আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে নামবে।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�