শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৬:৩৭

স্ত্রীকে নিয়ে বিসিবিতে ক্রিকেটার শাহাদাত

স্ত্রীকে নিয়ে বিসিবিতে ক্রিকেটার শাহাদাত

স্পোর্টস ডেস্ক: শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় মাস দুয়েক কারাগারের থাকা পর গত ৬ ডিসেম্বর জজ আদালত থেকে জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। জামিন মুক্তি পর আজ (শনিবার) প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন জাতীয় দলের এই ডানহাতি এই বোলার। তার সাথে ছিলেন স্ত্রী জেসমিন জাহান নিত্য। বেলা ১২টার দিকে স্টেডিয়াম এলাকা ত্যাগও করেন তিনি। তখন স্টেডিয়ামে উপস্থিত থাকা সংবাদ কর্মীরা অনুরোধ করলেও কোনোরকম কথা বলতে রাজী হননি শাহাদাত। কিছুক্ষণ পর দেখা গেল স্ত্রীকে নিয়ে স্টেডিয়াম এলাকা ছেড়ে চলে যেতে শাহাদাতকে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের কারণে শাহাদাতের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরই স্ত্রীসহ পালিয়ে যান তিনি। ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী গ্রেফতার হন। পরে আত্মসমর্পণ করেন শাহাদাতও। ৮ অক্টোবর তাকে কারাগারে পাঠায় আদালত। সর্বশেষ ৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন তিনি। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে