রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৬:১৪

টি-২০ বিশ্বকাপ দলে থাকছে নতুন চমক

টি-২০ বিশ্বকাপ দলে থাকছে নতুন চমক

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে প্রাথমিক দলে পুরানো কয়েক জনকে ফেরানোর পাশাপাশি নতুন মুখও রাখার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। গতকাল (শনিবার) প্রধান নির্বাচক ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, শিগগিরই বিসিবি ২৫/২৭ জনের একটি প্রাথমিক দল জমা দেবেন নির্বাচকরা। কন্ডিশনিং ক্যাম্পের ঘোষণা দিয়ে ফারুক বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। প্রথমে হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল অনুশীলন শুরু হবে। দুই-এক দিনের মধ্যেই দলটা ঘোষণা হয়ে যাবে। কিছু দিন আগেই হয়ে যাওয়া বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স নির্বাচকদের বিবেচনায় রাখবে বিসিবি। তবে এটার ওপর পুরোপুরি নির্ভর করা হয়নি বলেও জানান ফারুক। খেলোয়াড় নির্বাচনে বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক জানান, আমরা সব সময় চেষ্টা করি, বাংলাদেশের সম্ভাব্য সেরা একটি দল খুঁজে বের করতে। কেউ হয়তো সাম্প্রতিক অতীতে বাংলাদেশ দলে খেলেনি। কিন্তু খুব ভালো পারফরম্যান্স করেছে। সুযোগ দিলে হয়তো সে আরও ভালো কিছু করতে পারে। এসব কিছুই বিবেচনায় ছিল।” ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে