রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৫:০৯

নতুন করে বিসিবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন যারা, ছিটকে যাচ্ছেন কারা?

নতুন করে বিসিবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন যারা, ছিটকে যাচ্ছেন কারা?

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ১৪ জন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। এই তালিকায় নড়চড় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কয়েকদিন আগে থেকেই এ নিয়ে হিসাব নিকাশ করছে। খেলোয়াড়দের পারফর্মের ভিত্তিতে এ প্লাস, এ, বি, সি ও ডি গ্রেডে সাজানো হবে ক্রিকেটারদের। কাদের কপাল পুড়তে যাচ্ছে তা বলা মুশকিল। তবে সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বসছেন সেটা নিশ্চিত। বিসিবি সাফ জানিয়েছে তালিকায় যারা আছে তাদের মধ্যে থেকে দুই একজন বাদ পরবেন। বেতন বাড়ানোর পাশাপাশি ১৫ জন ক্রিকেটারের সাথে চুক্তি করবে বিসিবি। গত বছর রাজ্জাক ও সোহাগ গাজী ছিটকে পরেন বিসিবির চুক্তি থেকে। এবার কয়েকজনকে বাদ দিয়ে নতুনদের নেয়ার বিষয়টি চিন্তা করছে বিসিবি। সৌম্য সরকারও এগিয়ে রয়েছেন এ দিক থেকে। বিসিবির নির্বাচক ফারুক আহমেদ বলছেন, যারা ভালো খেলছে তাদের গ্রেডে উন্নতি হবে। আমরা সাম্প্রতিক পারফরম্যান্স দেখবো। চুক্তিতে ২-১টি ছেলে হয়তো থাকার মতো নয়। কিংবা ২-৩ আবার নতুন করে যোগ হবে। সফিউল বাদ পড়তে পারেন চুক্তি থেকে। দুইজনকে বাদ দেয়া হলে বিস্ময় প্রকাশ করতে হবে। কেননা তখন বাদ পড়তে পারেন মুমিনুল, বিজয়, এনামুল ও আরাফাত সানির মধ্যে কোনো একজন ক্রিকেটার। বিসিবি জানায়, প্রতি বছর আমাদের এই কাজটা করতেই হয়। এবারও করতে করতে হবে। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে