বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৫৬:৩০

বিশ্বকাপের আগেই কোটি ভক্তকে কাঁদিয়ে অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার

বিশ্বকাপের আগেই কোটি ভক্তকে কাঁদিয়ে অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নার নিজের ক্রিকেটজীবন দীর্ঘায়িত করার জন্য টি-টোয়েন্টি থেকে অবসরের কথা বললেন। সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই অজি ব্যাটসম্যান বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা পর পর দু'বার বিশ্বকাপ জিতেছি। এই ফরম্যাট থেকে আমি অবসর নিতে চাই। আগে অবশ্য ক্রীড়াসূচি দেখতে হবে। তিনটি ফরম্যাটে খেলে যাওয়া আমার পক্ষে খুবই ক'ঠি'ন হয়ে দাঁড়াচ্ছে।'

অবসরের এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরিবারকে সময় দেয়ার ব্যাপারটি বড় করে দেখছেন ওয়ার্নারকে। তিনি আরও বলেন, 'আমার তিন সন্তান। স্ত্রী ওদের দেখভাল করে। ক্রিকেটের জন্য আমার পক্ষে সব সময়ে ঘুরে বেড়ানো সম্ভব হয়ে উঠছে না। যদি একটা ফরম্যাট থেকে আমাকে সরে দাঁড়াতে হয়, তাহলে আমি টি-টোয়েন্টি ছাড়ার কথাই ভাববো।'

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৭৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি রান করেছেন ২০৭৯ রান। সর্বোচ্চ ১০০ রানের ইনিংস আছে তার ক্যারিয়ারে। আর ছয়মাস পরেই টি-২০ বিশ্বকাপ। আর ঠিক বিশ্বকাপের আগেই ওয়ার্নারের এমন ঘোষণা তার ভক্তদের কাঁদিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে