শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০২:১১:০৮

বিশ্বকাপে দুর্ব্যবহার, খাওয়া-দাওয়া ছেড়েছেন সেই ভারতীয় ক্রিকেটারের মা

বিশ্বকাপে দুর্ব্যবহার, খাওয়া-দাওয়া ছেড়েছেন সেই ভারতীয় ক্রিকেটারের মা

স্পোর্টস ডেস্ক: পরিবারের কেউ বিশ্বাসই করতে পারছেন না, রবি এমন কাজ করতে পারে। সেই রবি বিষ্ণোই বিশ্বকাপ ফাইনালে এমন স্লে'জিং করল! বাংলাদেশের ব্যাটসম্যানকে আউট করে খারা'প ভাষা ব্যবহার করার অভি'যোগ ছিল রবি বিষ্ণোইয়ের বিরু'দ্ধে। স্লে'জিং করার সময়ও দুর্ব'ব্যবহারের অভি'যোগ রয়েছে।

ছেলের এমন ব্যবহারে আহ'ত হয়েছেন মা। তার উপর শা'স্তিও ভোগ করতে হয়েছে রবিকে। আর এসবের জন্য খাওয়া-দাওয়া ছে'ড়েছেন রবির মা। রবির বাবা মাঙ্গিলাল বিষ্ণো বলেছেন, গো'টা বিষয়টা আমাদের কাছে জানিয়েছে রবি। কেন সেদিন ও মাথা গরম করেছিল, তার ব্যাখ্যা দিয়েছে। আর সেই জন্য ওকে শা'স্তিও ভো'গ করতে হবে। গো'টা ব্যাপারটা ওর মাকে না'ড়া দিয়েছে। ওর মা খাওয়া-দাওয়া ছে'ড়ে দিয়েছে।

উল্লেখ্য, আইসিসি দুই দলের মোট পাঁচজন ক্রিকেটারের শা'স্তি ঘোষণা করেছে। এর মধ্যে ছিলেন বাংলাদেশের শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন। ভারতীয় দলের দুই ক্রিকেটার রবি বিষ্ণোই ও বাঁ-হাতি পেসার আকাশ সিং। আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ সা'সপে'নশন পয়েন্ট ও সাত ডে'মেরি'ট পয়েন্ট যোগ হয়েছে বিষ্ণোই এর নামের পাশে। অর্থাৎ পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না রবি।
সূত্র : জিনিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে