শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:১৬:০২

মার্কিন সেনা ঘাঁ'টিতে আবারও ভ'য়াব'হ র'কেট হা'মলা

 মার্কিন সেনা ঘাঁ'টিতে আবারও ভ'য়াব'হ র'কেট হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইরাকে মার্কিন সেনা ঘাঁ'টিতে ভ'য়াবহ র'কেট হা'মলার ঘটনা ঘটেছে। এবার দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি সেনা ঘাঁ'টিতে এই র'কেট হা'মলা চালানো হয়। হা'মলার সময় ওই ঘাঁ'টিতে মার্কিন সেনাদের উপস্থিতি ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কে১ ঘাঁ'টিতে এই হা'মলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে হ'তাহ'তের সংখ্যা জানা যায়নি। খবর আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

এর আগে কে১ ঘাঁ'টিতে হা'মলার ঘটনা ঘটে গত বছরের ২৭ ডিসেম্বর। তখন প্রায় ৩০টি রকেট হা'মলা হলে নিহ'ত হয় এক মার্কিন ঠিকাদার। হা'মলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হা'মলা চালায় ওয়াশিংটন। নিহ'ত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এরও কয়েক দিনের মাথায় বাগদাদ বিমানবন্দরে ড্রো'ন হা'মলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হ'ত্যা করে যুক্তরাষ্ট্র।

কাসেম সোলাইমানির মৃ'ত্যুতে ইরানে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর বৃহস্পতিবার কে১ ঘাঁ'টিতে আবারও র'কেট হা'মলার ঘটনা ঘটল। হা'মলার পরপরই ওই এলাকায় মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে। নতুন এই হা'মলার পর এই অঞ্চলে উ'ত্তেজনা ফিরে আসতে পারে বলে অনেকেই আশ'ঙ্কা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে