রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৫:৩২

টাইগারদের ছক্কা বন্যায় ভেসে যাক সব অন্যায়!

টাইগারদের ছক্কা বন্যায় ভেসে যাক সব অন্যায়!

স্পোর্টস ডেস্ক : বলতে বলতেই হাজির হয়েছে আর একটি বিশ্বকাপ। ২০১৫ সালে হয় ওয়ানডে ম্যাচের ফরমেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর না যেতেই ফের হাজির হয়েছে আর একটি বিশ্বকাপ। ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াই হতে পারে বাংলাদেশের। গত বিশ্বকাপের ব্যথা কিছুতেই ভুলতে পারার নয়। টি-টোয়েন্টির আসর বলে কোটি কোটি ভক্তদের প্রত্যাশা থাকছে এটাই যে, টাইগারদের ছক্কায় ভেসে যাক সেই ক্ষোভ আর আম্পায়ারদের সব অন্যায়। আইসিসিও নানা ত্রুটি খুঁজে পায় গত বিশ্বকাপের একটি বিতর্কিত ম্যাচে। বাংলাদেশ বাছাই পর্বের এ গ্রুপে চ্যাম্পিয়ন হলে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে প্রথম পর্বে প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে। এখানে কঠিন লড়াইয়ে মেতে উঠতে হবে টাইগারদের। প্রতিটি দেশই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। টাইগারদের আত্মবিশ্বাস ভালো খেলার। আগের ম্যাচের মত কোনো পরিস্থিতি কিছুতেই কাম্য নয় এই লড়াইয়ে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই শুরু হবে ১৫ মার্চ। আর এর চারদিন পরেই মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের লড়াই। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে