শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২৪:২৯

রংপুরে রাস্তার দুই পাশ থেকে ছোঁড়া পুষ্পবৃষ্টিতে ভিজেছেন বিশ্বজয়ী আকবর আলী!

রংপুরে রাস্তার দুই পাশ থেকে ছোঁড়া পুষ্পবৃষ্টিতে ভিজেছেন বিশ্বজয়ী আকবর আলী!

স্পোর্টস ডেস্ক : রংপুরে রাস্তার দুই পাশ থেকে ছোঁড়া পুষ্পবৃষ্টিতে ভিজেছেন বিশ্বজয়ী আকবর আলী! এদিকে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় সমর্থকদের চেয়ে বাংলাদেশি সমর্থকরাই দলকে বেশি উজ্জীবিত করেছিল বলে মন্তব্য করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। যুব বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল হওয়া আকবর বলেন, পচেফস্ট্রুমে ভারতীয় সমর্থকদের চেয়েও আমাদের সমর্থকরাই বেশি সমর্থন জুগিয়েছেন। প্রথম বিশ্বকাপ আমি বাংলাদেশের মানুষদের উৎসর্গ করতে চাই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৫০ রান করা বাংলাদেশ এরপর ৫২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়। সেই অবস্থায় ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক আকবর আলী। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেট প্রচণ্ড জনপ্রিয়। জয়ে, পরাজয়ে সব সময়েই সমর্থকরা পাশে থাকেন।

তার এমন ঠাণ্ডা মাথার ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই আকবরকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন। এ ব্যাপারে আকবর আলী বলেন, ধোনি কিংবদন্তি। তার সঙ্গে আমার তুলনা করা ঠিক হবে না। তবে ধোনির কিপিং করার ধরন শেখার চেষ্টা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে