রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৪১:৫৪

হাফ ছেড়ে বাঁচল বাংলার ক্রিকেট মহল, খুশি ক্রিকেট বোর্ড

হাফ ছেড়ে বাঁচল বাংলার ক্রিকেট মহল, খুশি ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : এপার এক বাংলা। আর ওপারেও এক বাংলা। এই খবরটি ও পার বাংলার। কয়েকদিন আগে খেলার মাঠে আহত হয়ে মাঠ ছাড়েন প্রতিবেশী দেশের এক উদীয়মান ক্রিকেটার। আহত হয়ে মাঠ ছাড়লে তাকে নিয়ে সৃষ্টি হয় দুশ্চিন্তা। তবে এবার হাঁফ ছেড়ে বাঁচল বাংলার ক্রিকেট মহল। গত শুক্রবার ভবানীপুরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় গলায় চোট পান এই লাল-হলুদ ক্রিকেটার। পিনান দত্তের পুল শট সরাসরি ঋতমের গলায় গিয়ে লাগে৷চোট পাওয়ার পর গুরুতর অবস্থায় ঋতম পোড়েলকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চোট তেমন গুরুতর নয়৷ চিড় ধরার কোনও রিপোর্ট পাওয়া যায়নি৷ এখন দশ দিন বিশ্রামে থাকলেও সুস্থ হয়ে উঠবেন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফিরছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডও খুশি এই খবরে। ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে