রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:২৩:১৫

জিততে না পারায় তদন্ত কমিটি

জিততে না পারায় তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক: এবারের সাফ ফুটবল চ্যাম্পিয়ন্সে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সোমবার নিয়ম রক্ষার ম্যাচে মামুনুলরা ভুটানের মোকাবেলা করবে। সাফের টানা তিনটি আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ায় ব্যর্থতার কারণ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজমল আহমেদ তপনকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন বাফুফে সদস্য ও সাবেক ফুটবলার শেখ মো. আসলাম এবং ইলিয়াছ হোসেন। রোববার দুপুরে বাফুফের কার্যনির্বাহী কমিটির নবম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। ফেডারেশনের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। সভায় আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। অনুমোদন দেয়া হয় ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের ফেডারেশনের আর্থিক প্রতিবেদনেরও। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে