রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৬:২৯

এবার শ্রীলঙ্কার শত্রু ভারত

এবার শ্রীলঙ্কার শত্রু  ভারত

স্পোর্টস ডেস্ক: কেরালার ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে শত্রু হিসেবে পেয়েছে স্বাগতিক ভারত। রোববার ৪-১ গোলে ম্যাচ জিতে 'এ' গ্রপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো ভারত। এ জয়ে সেমিফাইনালের শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। বোরবার কেরালার ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলার ৩ মিনিটেই নেপাল গোল করে ভারতীয়দের চমকে দেয়। বাঁ প্রান্ত থেকে দ্রুত উঠে আসে এক আক্রমণ। গোলে শট নেন ন্যায়াযুগ শ্রেষ্ঠা। গোলকিপার পরাস্থ হলেন। বল কিন্তু পোস্টে লেগে ফিরে আসে। সেই বলকে বাঁ পায়ের শটে খোলা জালে জড়িয়ে দলকে উৎসবে মাতিয়ে তোলেন বিমল মাগার। ভারত চেষ্টা করে যায় গোল শোধ করতে। কিন্তু নিশ্চিত সুযোগ আসছিল না। ২৬ মিনিটে আসে সেই মুহূর্ত। বিমল ফাউল করেন লিংদোকে। বেশ দূর থেকেই ফ্রি কিকে শট নিয়ে ডি বক্সের মধ্যে বল পাঠান নারায়ন দাশ। কোটাল হয়ে রোলিন বোর্গেস বল পান। বোর্গেসই লক্ষ্যভেদ করে সমতা আনেন। ১-১ নিয়েই বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ফিরে এসে নেপালের জালে তিন গোল দিলো ভারত। ৬৮ মিনিটে হলিচরন নারজারির ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন অধিনায়ক সুনিল ছেত্রি। তিনি লিড এনে দেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন বদলী খেলোয়াড় চাংতে লালিয়ানজুয়ালা। ৮১ মিনিটে প্রবল শটে গোল করে ব্যবধান বাড়িয়েছেন তিনি। ভারত শেষ গোলটি পায় ৯০ মিনিটে। ম্যাচে দ্বিতীয় গোল করেন চাংতে। বোর্গেস উড়িয়ে দিয়েছিলেন বলটা। সেটিকে হেড করে জালে জড়িয়েছেন চাংতে। শুরুতে পিছিয়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত আধিপত্য রেখেই জিতেছে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে