রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:০২:১০

অস্ট্রেলিয়ার নতুন কোচ ল্যাঙ্গার

অস্ট্রেলিয়ার নতুন কোচ ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। তবে স্থায়ী কোচ হিসেবে নয়, অস্ট্রেলিয়ার ২০১৬ সালের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি লেম্যানের পরিবর্তে দায়িত্ব পালন করবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন লেম্যান নিজেই। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর অস্ট্রেলিয়ার রয়েছে ব্যস্ত সূচি, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়াও রয়েছে টোয়েন্টি২০ বিশ্বকাপ। এ ছাড়া দক্ষিণ আফিকার সাথেও রয়েছে অজিদের সিরিজ। ফলে ওয়েস্ট ইন্ডিজে বিরতি চাচ্ছেন লেম্যান। সেই সময়টাতেই কোচের দায়িত্ব পালন করবেন ল্যাঙ্গার। ত্রিদেশীয় ওই সিরিজে অস্ট্রেলিয়া ছাড়াও খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। সাবেক টেস্ট সতীর্থের কোচ হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গে লেম্যান বলেন, ‘আমি অবসরে যাচ্ছি না এখনই, তবে ছোট একটি বিরতি নিচ্ছি। আমি মনে করি, এটি ল্যাঙ্গারের জন্য বড় সুযোগ, সে এতে স্বস্তিবোধ করবে। আমরা এ নিয়ে কথা বলব, আশা করছি বিষয়টি দারুণ হবে।’ এবারের মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ল্যাঙ্গারের দল পার্থ স্কর্চারস। এর মধ্যে দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে তারা। তাই কোচ হিসেবে ল্যাঙ্গারের তুলনা নেই জানিয়ে লেম্যান বলেন, ‘এ মৌসুমে অস্ট্রেলিয়ার তিনটি ঘরোয়া টুর্নামেন্টেই তার দল ফাইনালে ওঠেছে। এর মধ্যে দুটিতে তারা আবার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি কোচ হিসেবে তার রেকর্ডই তার হয়ে কথা বলবে।’ ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে