সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৬:৪৯

বাংলাদেশে দল পাঠাতে এখনো আপত্তি অস্ট্রেলিয়ার

বাংলাদেশে দল পাঠাতে এখনো আপত্তি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার ঠুনকো অজুহাতে বাংলাদেশে সফর থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল টিম অস্ট্রেলিয়া। তাদের অবর্তমানে বাংলাদেশে এলো চিগুম্বুরার নেতৃত্বে জিম্বাবুয়ে ক্রিকেট টিম এবং তারা স্বাচ্ছন্দে সিরিজ শেষ করলো টাইগারদের সঙ্গে। এর পর দেশীয় হাই-ভোল্টেজ আসর বিপিএল অনুষ্ঠিত হলো দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশ গ্রহনের মাধ্যদিয়ে। এর আগে অস্ট্রেলিয়ান ফুটবল টিম বাংলাদেশের অতিথি হতে বাধ্য হলো ফিফার বিশেষ চাপে। কোথায়ও কোন ঝুঁকি কিংবা নিরাপত্তার রেষ লক্ষ্য করেনি গোটা বিশ্ব। অথচ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে এখনো ভয় পাচ্ছে অজিরা। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে চায়। আর এই জন্য অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন। জানুয়ারি অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর গুলো হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে। আইসিসির কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে এ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে এক সঙ্গে কাজ করছে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো আপত্তি তোলেনি। তবে এটাকে তারা প্রাকসতর্কতা হিসেবে দেখছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল আজ ঢাকা আসবেন। তিনি সেপ্টেম্বরেও ঢাকা এসে বৈঠক করে গিয়েছিলেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এর আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের একজন এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও নিরাপত্তা দেখতে কাউকে পাঠাতে পারে। নিরাপত্তা বিষয়টি আইসিসি নিজে তত্ত্বাবধান করছে। তারাই সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। আমরা এই আসর আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছি সরকারের কাছ থেকে, যা অতীতে কখনও দেখা যায়নি। আমার মনে হয় ভবিষ্যতেও দেখা যাবে না।’ ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে