সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৫:৪৯

রাগে-ক্ষোভে টাইগার অধিনায়কের পদত্যাগ

রাগে-ক্ষোভে টাইগার অধিনায়কের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: দিনে দিনে বাংলাদেশ ক্রীড়া অঙ্গন অন্যমাত্রায় চলে যাচ্ছে সেটা যে কেউ স্বীকার করে নিবে। ক্রীড়াঙ্গনে বাংলার টাইগারদের দারুণ পারফরম্যান্সের সুবাধে বিশ্ববুকে মানুষের মনকোঠায় স্থান দখল করছে লাল সবুজের পতাকা। বিশেষ করে বর্তমান সময়ে ক্রিকেটে উন্নয়নটা চোখে পড়ার মত। তবে এখনো কিছুটা দূর্বল রয়ে গেছে ফুটবল অঙ্গন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুফ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ ফুটবল দল।এ নিয়ে টানা তৃতীয়বারের মত গ্রুপ পর্বেই সাফের সমাধি ঘটল বাংলাদেশের। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশেকে। এ বিদায়ে সব দায় নিজের কাঁধে নিয়ে কোচের পদ ছেড়ে দিয়েছেন মারুফ। কোচের পথ অনুসরণ করে জাতীয় ফুটবল দলের নেতৃত্ব ছাড়লেন মামুনুল ইসলামও। আজ ভুটানের বিপক্ষে ম্যাচই মামুনুলের অধিনায়কত্বে বাংলাদেশের শেষ ম্যাচ। পদত্যাগ করার পর কোচ মারুফুল ইসলাম জানান, 'বাফুফের সঙ্গে আমার চুক্তি ছিল সাফ পর্যন্ত। জানি না, এ চুক্তি নবায়ন করা হবে কি-না। তবে আমার আত্মোপলব্ধি হচ্ছে, আমার সময়েই সাফে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছে। তাতে বাফুফে চাইলেও কোচের পদে আমার আর না থাকাটাই ভালো। আমি না থাকারই পক্ষে।' আর অন্যদিকে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করলেও ২০১৩ সালে কাঠমান্ডু সাফ ফুটবলের মধ্য দিয়ে মামুনুলের হাতে উঠেছিল আনুষ্ঠানিক অধিনায়কত্বের দায়িত্ব। সে ক্ষেত্রে অধিনায়ক মামুনুলের যাত্রাটা কাঠমান্ডু থেকে সাফ চ্যম্পিয়নশিপ। মামুনুলের নেতৃত্বে বাংলাদেশ মাঠে নামল দুটি দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের ছিটকে পড়ার হতাশা থেকে এ মিডফিল্ডার জানিয়েছেন, ‘আজ ভুটানের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন তিনি।’ অধিনায়কের আর্মব্যান্ড খুলে রাখার কারণ হিসেবে মামুনুল বলেন, 'এ দল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া কষ্টকর। দায়িত্ব নিয়ে সব সময় হারতে চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ভুটান ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ।' তথ্যসূত্র : সমকাল ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে