সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১১:১০:১৭

বিসিবির অভিনব সিদ্ধান্তে এই বৃহৎ আসরে খেলবেন মাশরাফিরা

বিসিবির অভিনব সিদ্ধান্তে এই বৃহৎ আসরে খেলবেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : সিদ্ধান্তটি এতদিন ঝুলিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবার আগ্রহের পারদ ছিল এই দিকেই যে, কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফিদের জন্য এমন সিদ্ধান্ত নিবে তা ভাবতেও পারেনি অনেকে। সামনে টি-টোয়েন্টি ক্রিকেটের দুটি বৃহত্তর আসর। আর এই আসরের প্রস্তুতি হিসাবে জিম্বাবুয়ের সাথে টেস্ট নয় শুধু টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার জানা গেল বিসিবির অভিনব সিদ্ধান্তে এক সপ্তাহ পরেই একটি বৃহত আসরে খেলবেন মাশরাফিরা। এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেখানে ১০ জানুয়ারি থেকে টেস্ট গড়নের ম্যাচে মাঠে নামানো হচ্ছে সাকিব-মাশরাফিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, বাংলাদেশ ক্রিকেট লিগ (বিএসএল) হবে চার দিনের। এই আসর চলতেই থাকবে। বিএসএল চলার ফাঁকে ফাঁকে বৃহত্তর আসরে খেলবে ক্রিকেটাররা। আকরাম খান জানান, জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও ৮০-৯০ জন ক্রিকেটার খেলবে এই আসরে। বাংলাদেশ ক্রিকেট লিগে চারটি দল অংশ নেবে বলে জানান সাবেক এই ক্রিকেটার। টি-টোয়েন্টির মৌসুম হলেও এই ধরনের আসরের আয়োজনের কারণ সম্পর্কে জানতে চওয়া হলে তিনি বলেন, ক্রিকেটারদের উন্নদিতে চার দিনের ম্যাচের কোনো বিকল্প নেই। ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে