সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:১৮:৫৮

ক্রিকেট নিয়ে ভুল সংবাদ ভারতীয় মিডিয়ায়

ক্রিকেট নিয়ে ভুল সংবাদ ভারতীয় মিডিয়ায়

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেও ভুল সংবাদ পরিবেশ করে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বারবারই ভুল তথ্য নিয়ে সংবাদ পরিবেশন হয়েছে ভারতীয় মিডিয়ায়। এবার পাকিস্তানের ক্রিকেট নিয়ে মারাত্মক ভুল করে বসে ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার। বিভ্রান্তি নিরসনের জন্যই এই প্রতিবেদন। পত্রিকাটির ভাষ্য, কেঁদে ফিরলেন আমের, নির্বাসন ইয়াসিরের মুহাম্মদ আমির। গড়াপেটা কলঙ্ক এখন অতীত। ইয়াসির শাহ। ডোপ করে কাঠগড়ায়। নিউজিল্যান্ডে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সফরের দোরগোড়ায় পাকিস্তান তাদের এক প্রতিভাবান পেসারকে যদি ফেরত পেতে চলে, তা হলে হারাচ্ছে এক প্রতিভাবান স্পিনারকে! স্পট ফিক্সিং কলঙ্কিত মহম্মদ আমের নিউজিল্যান্ডগামী দল গঠনের চব্বিশ ঘণ্টা আগে আজ করাচিতে পাক শিবিরে কান্নায় ভেঙে পড়ে ক্যাম্প ছেড়ে চলে যেতে চাইলে সতীর্থরা তাকে শেষমেশ টিমের অংশ হিসেবে মেনে নেন। যাদের মধ্যে ছিলেন ওয়ান ডে অধিনায়ক আজহার আলি এবং ওপেনার হাফিজ। যারা দিনকয়েক আগে সাফ বলে দিয়েছিলেন, আমের শাস্তিমুক্ত হয়ে ফিরলেও তার মতো কলঙ্কিত সতীর্থ থাকলে তারা ক্যাম্প ছেড়ে চলে যাবেন। যে জট পাক বোর্ড প্রধান শাহরিয়র খানের হস্তক্ষেপেও পুরো কাটেনি। কিন্তু আমেরের কান্নায় মন গলল আজহারদের। যা খবর, আমের নিউজিল্যান্ডও যাচ্ছেন দলের সঙ্গে। কিন্তু তাতেও পাক ক্রিকেটে মধুরেণ সমাপয়েৎ বলা যাচ্ছে না। কয়েক সপ্তাহ আগেই আইসিসি বর্ষসেরা টেস্ট দলে নির্বাচিত একমাত্র স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহকে ডোপিংয়ের জন্য সাময়িক নির্বাসিত করল আইসিসি। তাদের তরফে বলা হয়েছে, ইয়াসির ডোপিং বিরোধী আইন লঙ্ঘন করেছেন। তার প্রথম নমুনায় নিষিদ্ধ ক্লোটালিডন পাওয়া গিয়েছে। যে নমুনা খেলা চলাকালীন নিয়ে পরীক্ষা হয় ১৩ নভেম্বর। দ্বিতীয় নমুনাও পজিটিভ হলে ইয়াসির আরও কঠিন শাস্তি পাবেন। পাকিস্তানের সম্প্রতি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে ইয়াসির যথাক্রমে ১২, ১০ এবং ২৪ উইকেট নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভাবান পাক স্পিনার মাত্রই যেন আইসিসির কোপে পড়ছেন সম্প্রতি। ইয়াসিরের আগে সইদ আজমল নির্বাসিত হয়েছিলেন বেআইনি বোলিং অ্যাকশনের জন্য। পাক নির্বাচক প্রধান হারুণ রশিদ বলেছেন, প্রতি দিন ঘুম ভেঙে এক একটা নতুন সমস্যার সামনে পড়ছি। আনন্দবাজারের ভুল তথ্যটি হলো, ‘আমেরের কান্নায় মন গলল আজহারদের। যা খবর, আমের নিউজিল্যান্ডও যাচ্ছেন দলের সঙ্গে’ কিন্তু না, আমিরের কান্নায় মোটেই মন গলেনি হাফিজ ও আজহারের। আমির কাঁদলেও তারা আগের সিদ্ধন্তে অটল থাকে। পিসিবি সভাপতি শাহরিয়ার ওই দুইজনকে নিয়ে বিশেষ বৈঠকে বসে। এই দুই জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান পিসিবি সভাপতি। পরে বিনা শর্তে আমিরের সাথে খেলতে রাজি হয় তারা। অন্যভুলটি হলো নিউজিল্যান্ড সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি পাকিস্তান। তাই আমির নিউজিল্যান্ড যাচ্ছেন এটা সম্ভাবনার বিষয়। কিন্তু আনন্দবাজারের প্রতিবেদনে বলা দলের সাথে নিউজিল্যান্ড যাচ্ছেন আমির! ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে