সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০২:০৪:২৭

টি-টোয়েন্টি নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: সিঙ্গেল রান নেয়ার জন্য টেস্ট খেলুড়ের ট্রেডমার্কটা বেশ ভালোভাবেই লেগে আছে মাহমুদুল্লাহ রিয়াদের নামের পাশে। সাধারণত বাংলাদেশে দলের বিপর্যয়ের বড় ত্রাণকর্তা এই ডানহাতি ব্যাটসম্যান। যে যাই বলুক না কেন এবার বিপিএল ৩ এ প্রমাণ করে ছাড়লেন তিনিও স্বল্প আসরের টি২০ খেলার উপযুক্ত। ১৩ ম্যাচে ২৭.৯০ গড়ে ২৭৯ রান করে এবারের বিপিএলে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থে অবস্থান রিয়াদের। খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যে টুর্নামেন্টের শুরুতেই বেশ দেখে শুনে খেলেন রিয়াদ। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে নিজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে দেশের একটি শীর্ষ দৈনিককে সাক্ষাৎকার বাংলাদেশ টেস্ট দলের এই সহ-অধিনায়ক। সেখানে তিনি বললেন, 'এবারের বিপিএলে আমার চিন্তা ছিল শুরুটা ভালো করতে হবে। সেটাই তাহলে আমাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। টি-টোয়েন্টিতে আগের তুলনায় এখন আমার আত্মবিশ্বাস অনেক বেশি।' টি-টোয়েন্টির ব্যাটিংয়ের মূল দর্শনই হলো পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা। বিপিএলে সেটা হাতে-কলমে করতে পারাতেই তার আত্মবিশ্বাস পেয়েছে নতুন মাত্রা। বললেন, 'প্রথম কয়েকটি ম্যাচ ছাড়া বিপিএলে এবার খুব বেশি রান হয়নি। আমাকে তখন উইকেটে থাকার চেষ্টা করতে হয়েছে। বাজে বলে যেমন মারতে হয়েছে, ভালো বলেও রান বাড়ানোর চেষ্টা করতে হয়েছে। আবার ফাইনালে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলাম।' তবে আর যাই হোক এবার বিপিএলে ক্রিকেট বিশ্বের কাছে একটি বিষয় সুস্পষ্ট মাহমুদুল্লার নেতৃত্বের ব্যাপারে। অন্যান্য দলের তুলনায় খানিকটা দূর্বল দল নিয়েও ফাইনাল খেলেন তারা। ২৮ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে