সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০২:২৮:১৫

আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান অপরিবর্তিত

আইসিসি  র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান অক্ষুণ রেখেছে বাংলাদেশ। অর্থাৎ আগের সেই সাত এ অবস্থান করছে তারা। তবে শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে আফগানিস্তান। শীর্ষ স্থান অক্ষুণ রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে আফ্রিকা। নিউজিল্যান্ড ও শ্রীলংকার মধ্যে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। অন্য দলগুলোর অবস্থানে কোন পরিবর্তন না হলেও পয়েন্ট টেবিলে তাৎপর্যপূর্ণ উত্থান ঘটেছে আফগানিস্তানের। শুক্রবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৯ রানে জয়ী পয়েন্ট টেবিলের দশ নম্বরে উঠে এসেছে আফগানরা। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর আফগানিস্তানের জন্য প্রথমবারের মত সর্বোচ্চ র‌্যাংকিং। শারজাহতে প্রথম ওয়ানডে’র আগে ২৪ ডিসেম্বর আফগানিস্তান ছিল র‌্যাংকিংয়ে ১২তম স্থানে। আর জিম্বাবুয়ে ছিল ১০ম স্থানে। র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানটি যথারীতি অক্ষুণ রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজ ৪-১ ব্যবধানে জিততে পারলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে তৃতীয় স্থানটি দখলে নেবে নিউজিল্যান্ড। আইসিসি ওয়ানডে র‌্যাংকিং। র‌্যাংকিং দল ম্যাচ পয়েন্ট রেটিং ১ অস্ট্রেলিয়া ৪৪ ৫৫৬৯ ১২৭ ২ ভারত ৫৬ ৬৩৮০ ১১৪ ৩ দক্ষিণ আফ্রিকা ৫৭ ৬৩৬২ ১১২ ৪ নিউজিল্যান্ড ৪৯ ৫৪০৫ ১১০ ৫ শ্রীলংকা ৬৪ ৬৬৭৫ ১০৪ ৬ ইংল্যান্ড ৫৬ ৫৬৩০ ১০১ ৭ বাংলাদেশ ৩৭ ৩৫৮৭ ৯৭ ৮ পাকিস্তান ৫৭ ৪৯৮৩ ৮৭ ৯ ওয়েস্ট ইন্ডিজ ৩৮ ৩২৫৬ ৮৬ ১০ আফগানিস্তান ২১ ১০০৫ ৪৮ ১১ আয়ারল্যান্ড ১৫ ৬৮৩ ৪৬ ১২ জিম্বাবুয়ে ৫১ ২২৭৫ ৪৫ ২৮, ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে