সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৯:৩১

মোদির সফরে ফের আশার আলো দেখছে পাকিস্তান

মোদির সফরে ফের আশার আলো দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সিরিজ মানে দু’দেশের সমর্থকদের বাড়তি বিনোদন। কিন্তু র্দীঘ দিন ধরে সেই বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে দু’দেশের সমর্থকরা। পাক-ভারত সিরিজ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড একচেটিয়া আবদার করে আসলেও সেই আবদারে সায় দিচ্ছে না ভারত সরকার। তবে এবার নতুন করে পাক-ভারত ইস্যুতে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান৷ তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝটিকা সফরের পরে যে কোনও সময় দু'দেশের ক্রিকেটপ্রেমীরা ভালো খবর পেতে পারেন৷ এ ভাবে বারবার একই ইস্যুতে তার মুখ খোলা নিয়ে অবশ্য সরব অনেকেই৷ বলা হচ্ছে, সম্মান বিসর্জন দিয়ে কেন বারবার ভারতের দ্বারস্থ হচ্ছেন শাহরিয়র? পিসিবি চেয়ারম্যান বলছেন, 'ভারতের প্রধানমন্ত্রীর সফরের পর অবশ্যই বরফ অনেকটা গলেছে৷ আমার মনে হয়, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার মতো পরিস্থিতিও আছে৷ খুব তাড়াতাড়ি হয়তো সুসংবাদ পাওয়া যাবে৷' তবে শাহরিয়রের কড়া সমালোচনা করে পিসিবির প্রাক্তন চেয়ারম্যান ইজাজ বাট বলেছেন, 'আমি কিছুতেই বুঝতে পারছি না, ও কেন বারবার একই কথা বলছে৷ এটা পরিষ্কার যে ভারত আমাদের সঙ্গে খেলতে চায় না৷ কিন্তু আমরা ওদের সঙ্গে খেলার জন্য মরিয়া৷ শাহরিয়র সিরিজ করার চেষ্টা করছেন, এটা আমি বুঝি৷ কিন্ত্ত আপনি একাই দু'হাতে তালি বাজাচ্ছেন আর যার জন্য বাজাচ্ছেন সে শুনছে না, এটা কাজের কথা নয়৷' প্রাক্তন অধিনায়ক আমির সোহেল আবার মনে করেন, এ ভাবে বারবার ভারতকে অনুরোধ করা অর্থহীন৷ তাঁর কথায়, 'ওদের সঙ্গে না খেলে আমরা আট বছর দিব্যি বেঁচে আছি৷ এখনও যদি ওরা না খেলে, খুব বেশি তফাত হবে বলে মনে হয় না৷ শাহরিয়র খানের সমস্যা হল কোনও কিছু ঘটলেই তাড়াহুড়ো করে বিবৃতি দিতে ব্যস্ত হয়ে পড়েন৷' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাবুল থেকে ফেরার পথে লাহোরে ঝটিতি সফর করলেও ক্রিকেট নিয়ে কথা হয়েছে কিনা, তা নিশ্চিত নয়৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও এই নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি৷ তবে অতীতে তিনি ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তানকে ছাড়পত্র দিয়েছিলেন৷ তবে ভারতের দিক থেকে সবুজ সঙ্কেত না পাওয়ায় সিরিজ হয়নি৷ আইসিসির ক্রীড়াসূচি অনুযায়ী ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে ছ'বার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা৷ সেই মতো মউ সই করেছিল ভারত-পাকিস্তান দুই পক্ষই৷ কিন্ত্ত এখনও পর্যন্ত একটি সিরিজও আয়োজন করা যায়নি৷ এখন যা অবস্থা, ডিসেম্বর-জানুয়ারিতে সিরিজ হওয়া অসম্ভব৷ কারণ, আগামী ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে যাচ্ছে ভারত৷ ফেব্রুয়ারিতে আবার বাংলাদেশে এশিয়া কাপ আছে৷ তার পর থেকে মে মাসে আইপিএল অবধি ঠাসা সূচি৷ কাজেই শাহরিয়র খান যতই আশাবাদী হোন, অদূর ভবিষ্যতে সিরিজ হওয়া কঠিন৷ সূত্র: এই সময় ২৮, ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে