বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০:২৭:৫৯

এসময় আমাদের সবাইকে আল্লাহর দেখানো পথে চলা উচিত : আফ্রিদি

এসময় আমাদের সবাইকে আল্লাহর দেখানো পথে চলা উচিত : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বিশ্ব জুড়ে মহামা'রি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘা'তী এই ভাইরাসের কারণে পুরো বিশ্বে প্রায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতি জনজীবনও স্থবির হয়ে পড়েছে।

এসময় আমাদের সবাইকে আল্লাহর দেখানো পথে চলা উচিত বলেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘করোনার ভয়াবহতা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। এই সময়ে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সাহায্য করা।’

তিনি আরো বলেন, ‘এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের খেয়াল রাখা। হাত ধোঁয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করা। সবাইকে এ সময় সাবধানে থাকা উচিত।’

আফ্রিদি আরো বলেন, ‘এ সময় আমাদের আল্লাহর দেখানো পথে চলা উচিত। সামনে রমজান মাস আসছে। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন যার কারণে চেষ্টা করছি অসহায় মানুষদের সাহায্য করতে। যাতে করে কাল আল্লাহ আমাকে প্রশ্ন না করে বসে আমি তোমাকে অনেক দিয়েছি, তুমি অসহায়দের জন্য কি করেছ?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে