বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০:৩৭:১২

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে দুই হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন আফ্রিদি

 বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে দুই হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের প্রায় ১৭ হাজারের বেশি মানুষ মা'রা গেছে এই প্রানঘা'তী ভাইরাসে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়া তারকাসহ আরো অনেকেই।

এবার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিজ দেশে দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন তিনি। নিজের তৈরি করা ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আফ্রিদি নিজে এবং তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সামগ্রী পৌঁছে দেন।

এক ভি'ডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘করোনার ভ'য়াবহতা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। পুরো বিশ্বের পাশাপাশি পাকিস্তানেও করোনার প্রভাব পড়েছে। এই সময়ে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সাহায্য করা। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের খেয়াল রাখা। হাত ধোঁয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করা। সবাইকে এ সময় সাবধানে থাকা উচিত।’

তিনি আরো বলেন, ‘আমি আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে একটি গ্রামে এমন মানুষদের সাহায্য করতে এসেছি করোনার কারণে যাদের আয় বন্ধ হয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন যার কারণে চেষ্টা করছি অসহায় মানুষদের সাহায্য করতে। যাতে করে কাল আল্লাহ আমাকে প্রশ্ন না করে বসে আমি তোমাকে অনেক দিয়েছি, তুমি অসহায়দের জন্য কি করেছ?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে