মঙ্গলবার, ০৫ মে, ২০২০, ০৪:০৪:০৫

খেলার সময় মাঠে জ্বীন থাকে মাশরাফির সাথে!

খেলার সময় মাঠে জ্বীন থাকে মাশরাফির সাথে!

স্পোর্টস ডেস্ক : দেশে করোনার প্রভাবে চলছে লকডাউন। ঘরে বসে মানুষের মধ্যে চলে এসেছে একঘেয়ামি ভাব। তাই দেশের সকল ক্রীড়া অনুরাগীদের বিনোদন দিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডা। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তামিমের সেই লাইভে সোমবার (৪ মে) উপস্থিত ছিলেন সদ্য অধিনায়কের পদ থেকে অবসর নেয়া এবং নড়াইল-২ আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা। লাইভের এক পর্যায়ে তামিম জানান, খেলার সময় মাঠে মাশরাফির সাথে একটি জ্বীন থাকে!

মুশফিক, মাহমুদুল্লাহ’র পর সোমবার তামিমের তৃতীয় লাইভে উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। লাইভের এক পর্যায়ে তামিম মাশরাফির কাছে প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা ভাই, আপনি যখন অধিনায়ক ছিলেন আপনার সাথে তো মাঠে একটা জ্বীন থাকত, এই শেষ সিরিজে ফ্লে'চার যখন ব্যাট করছিলো, আপনি হঠাৎ মিরাজকে বোলিংয়ে আনলেন। কিন্তু আমরা চাচ্ছিলাম না। আবার মিরাজ ঠিকই দ্বিতীয় বলে ফ্লে'চারের উইকেটটি তু'লে নেন। ভাই, এই জ্বীনটার সন্ধান আমি পাবো কেমনে? আমি তো এখন অধিনায়ক।’

উত্তরে মাশরাফি রসিকতার সাথেই বলেন, ‘এটা আমার স্পেশালিটি। সবার একেকটা স্পেশালিটি থাকে। তোরও আছে। ইনশাল্লাহ আমরা তোর কাছে ভালো কিছু পাবো।’ এছাড়াও লাইভে তামিম মাশরাফির কাছে তার অধিনায়কত্ব কালের সেরা তিন ম্যাচের কথা জানতে চাইলে মাশরাফি জানান, ইংল্যান্ডের সাথে ২০১৫ বিশ্বকাপের সেই জয়টি, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে জয় এবং ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে জয়টি তার কাছে প্রিয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে