মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৯:৫৩

খেলার মাঠে আবারো দুর্ঘটনার কবলে বোলার স্টেইন

খেলার মাঠে আবারো দুর্ঘটনার কবলে বোলার স্টেইন

স্পোটর্স ডেস্ক: আবারো দুর্ঘটনার কবলে পড়লেন দক্ষিণ আফ্রিকার বোলার স্টেইন। কিংসমিডে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে আর বল করতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বোলার। সোমবার ম্যাচের তৃতীয় দিন বল করার সময় কাঁধে চোট পান স্টেইন। গত ভারত সফরে চোটের জন্য প্রথম টেস্টের পরই আর খেলতে পারেননি প্রোটিয়া স্পিডস্টার। ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করতে পারেননি স্টেইন। যদিও স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। তবুও কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়া টিম ম্যানেজার মহম্মদ মোসাজি বলেন, ‘ডেল একজন অভিজ্ঞ বোলার৷ টেস্টের প্রথম দিন থেকে ওর বল করতে সমস্যা হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে দু-বার সমস্যা হওয়ায় আর বল না-করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম স্পেলে চার ওভার বোলিং করার পর ডাক্তার পরীক্ষার জন্য ড্রেসিরুংমে ফিরে আসেন স্টেইন৷ ফের বোলিং করতে নামলেও তিন বলের বেশি করতে পারেননি প্রোটিয়া ডানহাতি পেসার। ডারবান টেস্টে চালকের আসনে ইংল্যান্ড৷ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ৪১৫ রানের টার্গেট রাখল কুক অ্যান্ড কোং। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে