ডারবানে হাশিম আমলাকে হারিয়ে বিপদে দ.আফ্রিকা
স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ড চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪১৬ রানের টার্গেট দিয়েছে । জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৩৬ রানে চতুর্থ দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এলগার, আমলা ও ডু প্লেসিসকে হারিয়ে ১৩৬ রানে চার উইকেট পতনে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ৪১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেন ডিন এলগার ও ভ্যান জিল। তাদের ৫৩ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন বেন স্টোকস। এরপর তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসান দীর্ঘদেহী পেসার স্টিভেন ফিন।এ অবস্থাতেই চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। এলগার করেন ৪০ রান। আর ভ্যান জিলের ব্যাট থেকে আসে ৩৩ রান। ৩৭ রান নিয়ে অপরাজিত আছেন ডি ভিলিয়ার্স। জয়ের জন্য আফ্রিকার দরকার আরো ২৮০ রান। হাতে আছে পূর্ণ একটি দিন ও ছয়টি উইকেট। কিন্তু শেষ দিনের পিস বলে জয়ের পাল্লাটা এখন সফরকারী ইংল্যান্ডের পক্ষেই। ডারবানের কিংসমিডে আগের দিনের ৩ উইকেটে ১৭২ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও জেমস টেইলর। ডেন পিট ও স্টিয়ান ভ্যান জিলের বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। তবে জনি বেয়ারেস্টোর দৃঢ়তায় শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান তুলতে পারে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮৯ রানে এগিয়ে থাকায় প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৪১৬ রান। বেয়ারেস্টোর ব্যাট থেকে আসে ৭৯ রান। এছাড়া জো রুট করেন ৭৩ রান। প্রোটিয়াদের সফলতম বোলার ডেন পিট নেন ৫ উইকেট। ভ্যান জিলের শিকার ৩টি।
২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস