বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৩:৫৩

আমির বিতর্কে প্রকাশ্যে ঝগড়া, অবাক আফ্রিদি

আমির বিতর্কে প্রকাশ্যে ঝগড়া, অবাক আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে নিয়ে উত্তাল পাক ক্রিকেট৷ এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় বিতর্কের নাম আমির৷ গড়াপেটা কাণ্ডে কলঙ্কিত তরুণ এই জোরে বোলারকে জাতীয় দলে ফেরানো উচিত, না উচিত নয়, এই নিয়েই যত বিতর্ক৷ এক দল সাবেক ক্রিকেটারের মতে আমিরের আর একটা সুযোগ প্রাপ্য৷ আরেক দল মনে করেন, যে দেশের গায়ে কালি ছিটিয়েছে তাকে কোনওভাবেই দ্বিতীয় সুযোগ দেওয়া ঠিক নয়৷ এই নিয়ে তো প্রকাশ্যে ঝগড়াই বেধে গেল পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক রামিজ রাজা ও মোহাম্মদ ইউসুফের মধ্যে৷ একটি টেলিভিশন চ্যানেলে কথা কাটাকাটিতে জড়িয়ে পরলেন তারা৷ ইউসুফ রাগের মাথায় বলে ফেলেন, রামিজ রাজা মোটেই ক্রিকেট বোঝেন না৷ এবং সুপারিশের জেরেই জাতীয় দলে খেলেছেন৷ রাগের মাথায় মেজাজ ঠিক রাখতে পারেননি রাজাও৷ তিনি ইউসুফকে একহাত নিয়ে বলেন, মিথ্যেবাদী এবং ইউসুফের মিথ্যে পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করেছে৷ দুই সাবেক তারকাকে প্রকাশ্যে এভাবে ঝগড়া করতে দেখে অবাক পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা৷ সিনিয়র ও তারকা ক্রিকেটার আফ্রিদিও রামিজ রাজা ও মোহাম্মদ ইউসুফের ঝগড়ায় অবাক হয়েছেন। তার মতে, সাবেকদের এই রুপ ব্যবহার বর্তমান ক্রিকেটারের অবাক করে। বিদ্রুপ মনোভাবের সৃষ্টি করে। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে