বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:১৩

বিশাল টার্গেট তাড়া করে ছক্কার বন্যায় ম্যাচ জিতল আফগানিস্তান

বিশাল টার্গেট তাড়া করে ছক্কার বন্যায় ম্যাচ জিতল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : চেনা প্রতিপক্ষকের সামনে দেখা গেল অচেনা আফগানিস্তানকে। দীর্ঘদেহী ক্রিকেটাররা নতুন সাজেই মেতেছে। ক্রিকেটপ্রেমীদের দিচ্ছে অনন্য উপহার। এবার প্রতিপক্ষের দেয়া বিশাল টার্গেট তাড়া করে ছক্কার বন্যায় ম্যাচ জিতল আফগানিস্তান। আফগানিস্তান ও জিম্বাবুয়ের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় লক্ষ্যমাত্রা দাঁড় করে জিম্বাবুয়ে। আফগান ওপেনার শেহজাদের অপরাজিত ছক্কার বন্যায় উড়ে যায় জিম্বাবুয়ে। শেহজাদ ১৩১ রানে অপরাজিত থাকেন। দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। শেহজাদরাও যেন হাঁটছেন গেইল ও আফ্রিদির পথে। শারজাহ স্টেডিয়ামে শেহজাদের ব্যাট থেকে এদিন আসে ৮টি ছয়ের মার। চারের মার ছিল ৭টি। প্রথম ওয়ানডেতে হেরে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে করে ২৫৩ রান। জবাবে দুই ওভার দুই বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় মোহাম্মদ নবীর দল। জিম্বাবুয়ের মুর ও আরভিন হাফসেঞ্চুরি করেন এদিন। বোলিংয়ে চিগাম্বুরা নেন মুল্যবান ৩টি উইকেট। কিন্তু তাতেও হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। আফগানদের এ জয়ের মাধ্যমে পিছিয়ে পড়ল জিম্বাবুয়ে। পরবর্তী ম্যাচে সিরিজ নিশ্চিত করার জন্য মাঠে নামবে আফগানিস্তান। আফগান বোলারদের মধ্যে দৌলত জাদরান ৩টি ও নবী ২টি উইকেট পান। আফগান দলে মঙ্গলবারের ম্যাচে অভিষেক হয় রোহান বারাকজাই নামের এক ক্রিকেটারের। রোহান বারাকজাইও নেন দুটি উইকেট। রোহান বারাকজাইয়ের অভিষেকটা ভালোই হয়েছে। নিজের সাফল্যর সাথে তার মাঠে নামার দিনে জয় পেয়েছে আফগানিস্তান। রোহান হয়তো তার দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের স্বাদ পেতে যাচ্ছেন। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে