বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:২২:৪৫

ভারতীয় ক্রিকেটারদের মাফিয়া ডনের অভিনব প্রস্তাব

 ভারতীয় ক্রিকেটারদের মাফিয়া ডনের অভিনব প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিং-খেলোয়াড়ের চালাকি, ড্রেসিং রুমের আশে পাশে বাজিকরদের আনাগোন। এসব বর্তমান আধুনিক ক্রিকেটের কথা মনে হলেও ত্রিশ বছর আগেও বাজিকরদের আনগোনা চলতো ক্রিকেটকে ঘিরে। সম্প্রতি বিসিসিআইয়ের সাবেক সচিব জয়বন্ত লেলে তাঁর ‘আই ওয়াজ দেয়ার-মেমোরিজ অফ আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর' বইতে ঠিক উঠে এসেছে ত্রিশ বছর আগের ক্রিকেট মাঠের কিছু লোমহর্ষক কাহিনী। বইটিতে তিনি ত্রিশ বছর আগে ভারতীয় ড্রেসিংরুমে আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে ঢুকে পড়ার কথাটি লিখেছেন৷ সেই সাথে সাবেক অধিনায়ক কপিল দেবের কথাও লিখেছেন। লিখেছেন সেদিন সাবেক অধিনায়কের সাহসী পদক্ষেপের কথা৷ এছাড়া ক'দিন আগে জলন্ধরে এক বক্তৃতায় কপিলের সেই সাহসী পদক্ষেপের কথা শুনিয়েছিলেন বেঙ্গসরকর৷ ১৯৮৬ চ্যাম্পিয়ন্স ট্রফি৷ শারজাতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ঘটেছিল এমন কাণ্ড৷ বিশ্বজয়ী অধিনায়ক কপিল বললেন, "আমি কিছুক্ষণের জন্য ড্রেসিরুমের বাইরে গিয়েছিলাম৷ ফিরে এসে দেখি, শুট-টাই পড়া একজন ড্রেসিংরুমে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে৷ আমি তক্ষুণি ওকে বাইরে বেরিয়ে যেতে বলি৷ আমার কথার কোনও প্রতিবাদ না করে ও বেরিয়ে যায়৷ পরে সতীর্থদের মধ্যে একজন জানায়, লোকটার নাম দাউদ ইব্রাহিম৷ দাউদের আসল পরিচয় আগে জানলেও সেদিন আমি ওকে বাইরে বেরিয়ে যেতে বলতাম৷ ড্রেসিংরুমে একমাত্র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা থাকবে৷ তার বাইরে কেউ নয়৷" এর পরের গল্পটা অবশ্য দিলীপ বেঙ্গসরকর বলেছেন৷ কপিল আসার অনেকক্ষণ আগেই সেদিন দাউদ ভারতীয় দলের ড্রেসিংরুমে এসে ভারতীয় ক্রিকেটারদের বলেছিলেন, "তোমরা এই টুর্নামেণ্টে চ্যাম্পিয়ন হলে আমি প্রতিটা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের একটা করে টয়োটা গাড়ি উপহার দেব৷" দাউদের এরকম প্রস্তাবের ব্যাপারটি কপিল পরে শুনেছিলেন বেঙ্গসরকরের থেকে৷ তথ্যসূত্র : আলোকিত বাংলাদেশ ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে