বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৩:৫১

ক্ষমা চাইলেন সাঙ্গা- জয়াবর্ধনে

ক্ষমা চাইলেন সাঙ্গা- জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক: কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে বলতে হয় শ্রীলঙ্কান ক্রিকেটের দুই নক্ষত্র। র্দীঘ দিন ধরে শ্রীলঙ্কার ক্রিকেট দলকে আগলে রেখেছিলেন দুই কিংবদন্তি। ২০ ডিসেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হওয়া বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পি এনরিক ইগলেসিয়াসের কনসার্ট ইস্যুতে এবার ক্ষমা চাইলেন দু’জন। ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠে ওই কনসার্টটি ঘিরে। সেই থেকে সমালোচনা চলছে। দেশটির প্রেসিডেন্টও সমালোচনা করেছেন। পপ স্টারের এই 'লাভ অ্যান্ড সেক্স' নামের কনসার্টের আয়োজক ছিল সাঙ্গাকারা ও জয়াবর্ধনের মালিকানার লাইভ ইভেন্টস। আর এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেটে খেলতে ব্যস্ত। কনসার্টের সময় দেশেও ছিলেন না।তাই সর্বোপরি ক্ষমা চাইতে হলো দু’জনকে। শ্রীলঙ্কা কিছুটা রক্ষণশীল দেশ। তাই ওই কনসার্টে কিছু নারী দর্শকের অন্তর্বাস খুলে উড়ানোর ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্টের ঝাঁঝালো মন্তব্যের পর নিজেদের ফেসবুক পেজে লাইভ ইভেন্টের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একই বিবৃতি পোস্ট করেছেন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। তারা লিখেছেন, "সম্প্রতি হয়ে যাওয়া এনরিকের কনসার্টে আপনাদের নেতিবাচক অভিজ্ঞতার জন্য আমরা ক্ষমা চাইছি। ইভেন্টটি এমন অসফল হয়েছে জেনে আমরাও দুঃখিত ও বেদনাহত।" ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে