বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৭:০৯

সেদিন অঝোরে কেঁদেছেন টাইগার সেনাপতি মাশরাফি

সেদিন অঝোরে কেঁদেছেন টাইগার সেনাপতি মাশরাফি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার জীবনের দুঃখজনক ঘটনা এটি। তার জীবনের সবচেয়ে বড় ঘটনা নাকি এটিই। খোদ মাশরাফি বিন মতুর্জাই বলেছেন এই বিষয়টি। ২০১৫ বিশ্বকাপে ভালো খেলে বাংলাদেশ। বিশ্বকাপের পর এক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন, তার জীবনের এই দুঃখজনক ঘটনা নিয়ে। পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভক্তরা। মাশরাফির সেই ক্ষোভে যেন খোঁচা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ থেকে মাশরাফিকে বাদ দেয়ার পর ও (মাশরাফি) অঝোরে কেঁদেছিলেন। আমাদের কাছে অনেক আকুতি, মিনতি করেছিলেন। কিন্তু আমরা ওর এই আবেদনের কোনো মূল্য দেইনি। এখন এই ভুল বুঝতে পেরেছেন বলে এক সাক্ষাৎকারে জানান একদিকে বিসিবি অন্যদিকে আইসিসির গুরু দায়িত্ব পালনকারী আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির নির্বাচকরা সেদিন মাশরাফি ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। ৩০ ডিসেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে