বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৩:২১:০৩

অস্ট্রেলিয়ায় গেইল-ফিঞ্চের জোড়া তাণ্ডব

অস্ট্রেলিয়ায় গেইল-ফিঞ্চের জোড়া তাণ্ডব

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সঙ্গী টি-টোয়েন্টির কাণ্ডারি ব্যাটসম্যান ক্রিস গেইল। এই দুই তারকা যদি ওপেনার ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টের আসরে মাঠে নামেন তবে প্রতিপক্ষের বোলারদের অবস্থা যে কি হতে পারে সেটা ধারনাই করা যায়। মাঠে নামার পরে ধৈর্য ধরেন দুই ব্যাটসম্যান। কিন্তু খানিকটা পরেই জ্বলে ওঠেন এ দুই মারকাটকাট ব্যাটসম্যান। অসহায় হয় পার্থ স্কোরারসের বোলাররা। চার-ছক্কার ঝড়ে দলের জন্য মূল সংগ্রহটা এনে দেন এই দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৯৮ রানে ক্যাচ আউট হন গেইল। আউট হওয়ার আগে গেইল চার-ছক্কায় সাজানো ৪১ রানের ইনিংস খেলেন। ১১ ওভার ২ বলের সময় গেইল বিদায় নেয়। এ সময় ফিঞ্চের রান ছিল ৫৪। এই রানে ফিঞ্চ ছক্কা হাঁকান দুটি। আর গেইল হাঁকান ৩টি। গেইল-ফিঞ্চ ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করার কাজটা ভালো করেই সারছে মেলবোর্ন রেনেগারর্স। বিগ ব্যাশে দুই দলের পয়েন্ট ২ করে। বুধবারের ম্যাচের সুবাধে পয়েন্ট তালিকায় এগিয়ে যাবে রেনেগারর্স না হয় স্কোরারস। তবে এর আগে গেইল-ফিঞ্চের জোড়া তাণ্ডব উপভোগ করার সুযোগ হলো ভক্তদের। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে