বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৬:০৮

হেলমেট পরে মাঠে আম্পায়ার

হেলমেট পরে মাঠে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: যতকাল ক্রিকেট নামক খেলাটির প্রচলন থাকবে ততকাল বিশ্ববাসীর স্মরণে থাকবে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ফিলিপ হিউজের মৃত্যু ঘটনাটি। তাই অনেক দিন ধরে আম্পায়ারাদের বিশেষ অনুরোধ তাদের নিরাপত্তার খাতিরে হেলমেট পরার অনুমতি দেয়া হোক। ইতিমধ্যে দুএকজনকে সেটা পরতেও দেখা গেছে। এবার অস্ট্রেলিয়ার ইতিহাসে হেলমেট পরা প্রথম আম্পায়ার হতে যাচ্ছেন জেরার্ড আবডু। বিগ ব্যাশ লিগে আজ মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কচার্সের মধ্যকার ম্যাচে হেলমেট মাথায় দেখা যাবে আবডুকে। মার মার কাট কাটের খেলা টি২০ তে আলাদা একটা ক্ষীপ্রতা লক্ষ্য করা যায়। তাই সতর্ক হয়ে আবডুকও । ‘আগেও খুব কাছ থেকে কয়েকবার বেঁচে গেছি। আমার মনে আঘাত করার মতো অবস্থা হয়েছিল।’ বলেন আবডু। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে