বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৭:৫২

অভিষেকের সময় কী বলেছিলেন সৌরভ-শচিন, জানালেন শেবাগ

অভিষেকের সময় কী বলেছিলেন সৌরভ-শচিন, জানালেন শেবাগ

স্পোর্টস ডেস্ক: শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বীরেন্দ্র শেবাগের পরিচয় বিধ্বংসী ক্রিকেটার হিসেবেই। বিশ্ব ক্রিকেটের হাতেগোনা কয়েকজন ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম শেবাগ, যাঁর পকেটে রয়েছে টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি এবং একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড। টেস্ট ক্রিকেটে তাঁর স্টাইক রেট ৮২-র ওপরে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শেবাগ। এর আগে অবশ্য দীর্ঘদিন দলের বাইরেই ছিলেন তিনি। সেই শেবাগই খোলামেলা মেজাজে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের কিছু আকর্ষণীয় কথা জানিয়েছেন। জানিয়েছেন অভিষেকের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় ও শচিন টেন্ডুলকররা তাঁকে কী বলেছিলেন আর কীভাবে সাহায্য করেছিলেন। ১৯৯৯-এ মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শেবাগের। প্রথম ম্যাচে একেবারেই সফল হতে পারেননি। মাত্র ১ রান করে আউট হন তিনি। বল হাতে ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি। শেবাগের মনে এখনও দিনটা তাজা হয়ে রয়েছে। জানিয়েছেন, যে বলটায় আউট হয়েছিলাম সেটা দেখতেই পাইনি। শাহিদ নাজিরের বল ব্যাটের কানায় লাগল। কোন ক্রমে সিঙ্গল মিলে গেল। কিন্তু শোয়েব খুব জোরে বল করছিল। ম্যাচের পর যখন টিম বাসে বসেছিলাম, তখন সৌরভ আমাকে বলল, বাদ পড়লে অনেক অনেক রান করো, যাতে দলে ফিরে আসতে পারো। অধিনায়ক সৌরভের এই পরামর্শ খুব কাজে দিয়েছিল। পরের মরশুম (২০০০-০১)-এ দিল্লির হয়ে ৫৮ গড়ে ৭৫৭ রান করেছিলেন শেবাগ। এই পারফরম্যান্সের সুবাদে ২০০১-এ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে সুযোগ পান তিনি। ব্লুমফেন্টন টেস্টে ভারত যখন ৪ উইকেট হারিয়ে ৬৮ রানে ধুঁকছে, তখন ব্যাট করতে নেমেছিলেন বীরু। ব্লুমফেন্টনের আবহাওয়া ও সবুজ পিচে তাঁর টেস্ট অভিষেক। ক্রিজে নামতেই শচিন তাঁকে জিজ্ঞাসা করেন, কী, পেটে সুড়সুড়ি হচ্ছে? উত্তরে বীরু বলেন, ও সব ছেড়ে দাও স্যর। পিচে কী হচ্ছে সেটা বল। এরপর সচিন শেবাগকে বলেন, দক্ষিণ আফ্রিকার বোলাররা বাউন্সার দেবে। শচিন বীরুকে সতর্ক থাকার পরামর্শ দেন। শচিনের এই পরামর্শ মেনে খেলতে শুরু করেন বীরু। আর ফলাফলটা তো সবাই জানেন। অভিষেক টেস্টেই কঠিন পিচে করেন ১০৫ রান। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। প্রায় ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট শাসন করেছেন বীরু। এই প্রসঙ্গে বীরু ২০০৪-এর মুলতান টেস্টের ঘটনার কথাও জানিয়েছেন। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে তখন ৩০০ রানের পথে বীরু। কোনও ভারতীয়রই ট্রিপল সেঞ্চুরি নেই। এমন একটা সময়ে শচিনের সঙ্গে খেলছিলেন বীরু। ইনিংসের চতুর্থ ছক্কা মারার পরই তাঁর দিকে এগিয়ে আসেন সচিন। বলেন, আর ছক্কা মারলে কিন্তু আমি ব্যাট দিয়ে মারব। শচিনের কথা মেনে ২৯৫ রান পর্যন্ত কোনও ছক্কা মারেননি বীরু। এরপর শচিনকে তিনি বলেন, সাকলিন বল করতে এলে আমি ছক্কা মারব। সেই মতো মিড উইকেটের ওপর দিয়ে সাকলিনকে উড়িয়ে দিয়ে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন বীরু। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে