শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৩:২৭:৫৪

নিজের গায়ের রং নিয়ে আমি গর্বিত : ড্যারেন স্যামি

নিজের গায়ের রং নিয়ে আমি গর্বিত : ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে মৃ'ত্যুর পর সারাবিশ্ব উ'ত্তাল হয়ে উঠেছে বর্ণবাদবিরোধী আ'ন্দোলনে। এর মাঝেই আইপিএলে বর্ণবাদের শি'কার হওয়ার ঘটনা ফাঁ'স করেন ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি। আইপিএলে খেলার সময় স্যামি বর্ণবাদের শি'কার হয়েছেন! সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে অনেকে 'কালু' বলে ডাকত। 

এই অভি'যোগ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার অ'স্বীকার করলেও ইশান্ত শর্মার ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রমাণ মিলেছে। ২০১৩ ও ২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন স্যামি। ২০১৪ সালে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে স্যামির নাম হিসেবে 'কালু' লিখেছিলেন ইশান্ত। তবে ইশান্তের নাম এখনও ফাঁ'স করেননি স্যামি। তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ বিষয়টি সমাধানের জন্য স্যামি সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।

গায়ের রং দিয়ে কখনো মানুষ বিচার করা যায় না। এই ক্যারিবীয় অল-রাউন্ডার নিজের গায়ের রং নিয়ে গর্বিত। তিনি বলেছেন, 'আমি এখানে দাঁড়িয়ে কিছু একটা দেখছি, আপনি আমার মু'খোমু'খি দাঁড়িয়ে এর অন্য পাশটা দেখছেন। দুজনের দৃ'ষ্টিভ'ঙ্গি কিন্তু মিলবে না। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আপনি হয়তো কী সুন্দর চকলেট কালারের পুরুষ দাঁড়িয়ে আছে। আমি নিজের চামড়ার রঙ নিয়ে খুব ভালো আছি।’

ক্যারিবীয় অধিনায়ক আরও জানান, কাউকে ক্ষমা চাওয়ানোর জন্য তিনি এ প্রসঙ্গ আনেননি। বরং সবাই যেন এ বিষয়ে সচেতন হয় এটিই স্যামির মূল লক্ষ্য। তিনি চান সবার জন্য সমান অধিকার। স্যামি বলেন, 'অন্য কেউ আমাকে মানসিকভাবে ছোট করবে, সেই সুযোগ আমি দেই না। আমি আমার গায়ের রঙ নিয়ে গর্বিত। তাই আমার কাছে ক্ষমা চাক বা না চাক, এতে একটা বিষয় বদলাবে না যে কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি কতটা গর্বিত। এটা কখনও বদলাবে না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে