বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৮:০৭

আবারো ভারত থেকে উড়ে এল মুস্তাফিজের জন্য দারুণ সুখবর

আবারো ভারত থেকে উড়ে এল মুস্তাফিজের জন্য দারুণ সুখবর

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে ভারতীয় সর্বোচ্চ জনপ্রিয় ইংরেজি পত্রিকা দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ বাংলাদেশি দুই টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনকে নিয়ে গেল দারুণ এক উচ্চতায়। ‘টাইমস অব ইন্ডিয়ার চোখের ২০১৫ সালের সেরা দশ বোলারদের মধ্যে মুস্তাফিজ-রুবেল স্থান দিয়েছেন। এবার ভারতের আরেক শীর্ষ স্থায়ী গণমাধ্যম ‘ক্রিকেট কান্ট্রি’র দৃষ্টিতে বছরের সেরা ১০ বোলিং স্পেলে উঠলো বাংলাদেশের এ পেসারের নাম। ১০ জনের তালিকায় ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট নেয়ার স্পেলটি আছে ষষ্ঠ স্থানে। তার ওপরে শীর্ষ থেকে আছেন যথাক্রমে ইংল্যান্ডের স্টিভেন ফিন, নিউজিল্যান্ডের টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। মুস্তাফিজের পরে তালিকার অন্য চারজন হলেন, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, পাকিস্তানের ইয়াসির শাহ, ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। বছরের শুরুতে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করার পর সামনে পায় ভারতকে। সেখানেও ভারতকে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। আর ওই সিরিজ জয়ের নায়ক ছিলেন সিরিজ সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তার ওয়ানডে অভিষেক হয়। ওই ম্যাচে তিনি নেন ৫ উইকেট। আর দ্বিতীয় ম্যাচে তিনি নেন ৪৩ রানে ৬ উইকেট। ১৯ বছল বয়সী এ পেসারের বোলিং তোপে পড়ে ভারত মাত্র ২০০ রানে গুটিয়ে যায়। আর মুস্তাফিজের এই বোলিং স্পেলটিই বছরের সেরা দশে জায়গা করে নিয়েছে। মুস্তাফিজ অভিষেকের পর থেকে সংক্রান্ত আলোচনা এখনো ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটের আকাশে-বাতাসে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মৌসুমে মুস্তাফিজুর ছাড়িয়ে গেছেন কল্পনার সীমানা। গুগলের সার্চ ইঞ্জিনে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই ‘কাটার স্পেশালিষ্ট’কে। টাইগারদের এ পেসার হয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডের অন্যতম সদস্য। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে