বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৭:১২:২৬

শেষ হলো আমিরকে নিয়ে তালবাহানা

শেষ হলো আমিরকে নিয়ে তালবাহানা

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় শিবিরে ফিরেছেন মহম্মদ আমির৷কিন্তু তাঁর উপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক আজহার আলি৷এমনকী পিসিবি-র কাছে পদত্যাগও জমা দিয়েছিলেন তিনি৷কিন্ত বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের মধ্যস্থতায় ইউ-টার্ন নিলেন আজহার৷আগামী দিনে অধিনায়ক হিসেবেই তিনি দলে থাকবেন বলে জানালেন৷ আমিরের জাতীয় দলে ফেরার ইস্যুতেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দু’মেরুতে৷কিন্তু বোর্ড তাঁকে দলে ফেরানোর মনস্থির করে ফেলেছে বলেই খবর৷শুধু আজহারই নন মোহাম্মদ হাফিজও আমিরের প্রত্যাবর্তন মেনে নিতে পারেননি৷ কিন্তু শেষ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান শাহরিয়র খান আমিরকে নিয়ে সব তালবাহানা শেষ করে দিয়েছেন। আজহার হাফিজের সাথে পূনরায় সম্পর্কের বরফ গলিয়ে সব ঠিত করলেন৷ ৩০ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে