শনিবার, ২০ জুন, ২০২০, ১২:৪৪:৩৯

এবার তামিম ইকবালের পরিবারে করোনার আঘা'ত

এবার তামিম ইকবালের পরিবারে করোনার আঘা'ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল করোনা মহামা'রির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন। তার বড় ভাই নাফিস ইকবালও মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই মানুষটিই এখন করোনা আক্রা'ন্ত। জাতীয় দলের সাবেক এই ওপেনারের কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে একটি ঘনিষ্ট সূত্র। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নাফিস নিজেও এর সত্যতা নিশ্চত করেছেন। তবে জানা গেছে শারীরিকভাবে সুস্থ নাফিস ইকবাল। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক নাফিস ইকবালের। খান পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত সেই জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে খেলেই থেমে যেতে হয় এ ওপেনারকে। টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫১৮ এবং ওয়ানডেতে ২ ফিফটিতে ৩০৯ রান সংগ্রহ করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। অবশ্য খেলা ছাড়লেও এখনো আছেন মাঠে। বিপিএল, ঢাকা লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৪ বছর বয়সী নাফিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে