বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১০:২৬:২৬

বর্ষাসেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই টাইগারের নাম

বর্ষাসেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই টাইগারের নাম

স্পোর্টস ডেস্ক: দেখতে-দেখতে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরেকটি বছর। পেছন ফিরে তাকালে উঠে আসবে আনন্দ-বেদনা আর প্রাপ্তি-অপ্রাপ্তির বর্ণিল সব উপাখ্যান। ২০১৪ সাল জুড়ে বাংলাদেশের ক্রিকেটে ছিল শুধুই হাহাকার। তবে, ২০১৫ সালটি বাংলাদেশ ক্রিকেটের দারুণ একটি সাফল্যের বছর। যেখানে ঘরের মাঠে টানা চারটি সিরিজ জয়, তাও ক্রিকেট পরাশক্তিদের বিরুদ্ধে। রয়েছে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার ইতিহাস। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে সোনায় মোড়ানো একটি বছরই ছিল ২০১৫, যা বিদায় নিতে চলেছে। সবই ভালো হয়ে গেলে করতে হয় সেই অনুসন্ধান, তাই কোনটা সবচেয়ে বেশি ভালো? এ বছর বাংলাদেশ যা করে দেখিয়েছে তার সুফল হিসাবে যুক্ত হলো বছরের সেরা ১০ ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের দুজন স্থান পাওয়া। এ বছর সেরা দশ ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় জায়গা হয়েছে তামিম ইকবাল ও সৌম্য সরকারের। এই তালিকায় আরো আছেন কুমার সাঙ্গাকারা, এবি ডিভিলিয়ার্স, তিলাকারাতেœ দিলশান, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ফাফ ডু প্লেসিস, রোহিত শর্মা ও শোয়েব মালিক। সৌম্য সরকার ২০১৫ সালে ১৫ ম্যাচ খেলে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করেন। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ন ফিফটি করেন সৌম্য সরকার। এছাড়া পাকিস্তানের সাথে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে সৌম্য। আর তামিম ইকবাল এ বছর ৪৬.৩৭ গড়ে ৮১.৬২ স্ট্রাইকরেটে ৭৪২ রান করেন। ৩০ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে