বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৪:৫৯

বিপিএলে ভালো খেলায় বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছেন যারা

বিপিএলে ভালো খেলায় বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে শেষ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই আসরে নজর কাড়েন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। বিপিএলই পাল্টে দিয়েছে তাদের ভাগ্য। স্বপ্ন পূরণ করার আনন্দে আত্মহারা তারা। এই তালিকাটি মোটেই ছোট নয়। আবু হায়দার রনি তো থাকছেই সবার আগে। এখন ঝুটি বাঁধবেন রনি ও মুস্তাফিজ। বিপিএলে দুর্দান্ত বল করা সাকলাইন সজীবকেও টি-টোয়েটি বিশ্বকাপের প্রাথমিক দলে নিয়েছে বিসিবি। মিঠুন ও নুরুল হাসান নামের দুই নবীন ক্রিকেটার রয়েছেন। ফিরিয়ে আনা হয়েছে সোহাগ গাজীকে। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান জহুরুলকে ফিরিয়ে আনা হয়েছে। সাবেক ফার্স্ট বোলার সফিউলকে দলে ফেরানো হয়েছে। এই ক্রিকেটারদের ডাক পাওয়ার জন্য টনিক হিসাবে কাজ করেছে ২০১৫ বিপিএল। জাতীয় লিগও বেশ সহায়ক ছিল বিসিবির এই সিদ্ধান্ত গ্রহনের জন্য। ৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে