বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৯:০০:৫৮

‘নতুন বছরে টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টিতে সাফল্য’

‘নতুন বছরে টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টিতে সাফল্য’

স্পোর্টস ডেস্ক: স্বপ্নময় ও স্বস্থির একটি বছর শেষ করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ধরণামতে, গত কয়েক বছরের তুলনায় এ বছরটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে টাইগাররা। এক কথায় দম ফেলানোর ফুসরত পায়নি তামিম-সাকিবরা। আসছে নতুন বছর। জানুয়ারির মাঝামাঝিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ হোম সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর এশিয়া কাপ, আর তা শেষ না হতেই টি-২০ বিশ্বকাপ। কিন্তু টি-২০ ফরম্যাটে টাইগারদের রেকর্ড মোটেও ভালো নয়। তবে বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল আশা করছেন, ওয়ানডের ধারাবাহিকতা টি-২০ ফরমেটেও ধরে রাখা যাবে। আর আমাদের ফোকাস থাকবে টি২০ এর ওপর। গতকাল (বুধবার) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে প্রাণ ফ্রুটো বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন,‘ র্দীঘ সময়ে ম্যাচ খেলার পর আমরা বিরতি পেয়েছি। তাই আমাদের স্বল্প পরিসরে ছুটি দরকার ছিল। আর তা আমরা পেয়েছি এবং সেই ছুটিটাকে ভালোভাবে কাটিয়েছি। আমাদের সামনে অনেক ক্রিকেট। জিম্বাবুয়ে সিরিজসহ ৩টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ওখানে এই বছরের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে আমাদের। পুরো মনোযোগ থাকবে টি-টোয়েন্টি ক্রিকেটে। কারণ সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটের। তাই আমাদের প্রস্তুতি সেভাবেই হবে।’ জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও ব্যস্ত থাকবেন তামিম। ৪ ফ্রেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হবে ৫ দলের ঐ লিগ। তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএল তথা দুবাইয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তামিম। বলেন,‘পিএসএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি খুশি। বাংলাদেশ থেকে ৪ জন যাচ্ছি ওখানে। জেনেছি খুব ভালো করেই টুর্নামেন্ট আয়োজন হবে।সবচেয়ে বড় কথা টুর্নামেন্ট হবে দুবাইয়ে। আমি কখনোই ওখানে খেলিনি। আমি তাই রোমাঞ্চিত।’ ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে