বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ১০:১৫:০০

শাহাদাতের শাস্তির বিষয়ে যা বললেন পুলিশ কর্মকতা

শাহাদাতের শাস্তির বিষয়ে যা বললেন পুলিশ কর্মকতা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রীর বিরুদ্ধে নাকি অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে কি শাস্তি দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাব দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বাসার গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলায় জেলে ছিলেন শাহাদাত হোসেন রজীব ও তার স্ত্রী নিত্য শাহাদাত। জেল থেকে জামিনে মুক্তি পান দুইজনেই। কিন্তু বাদীপক্ষের আইনজীবী ও পুলিশ কর্মকর্তা বিভিন্ন আইনের আলোকে যে কথা বলেছেন তাতে ফের ঘুম হারাম হওয়ার কথা এই স্বামী-স্ত্রীর। কিন্তু বিষয়টি এখনো আদালতের উপর নির্ভরশীল। শাহাদাতের মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা শফিকুর রহমান বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রাথমিক ভাবে, শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমানিত হয়েছে। আইন মোতাবেক তাদের ১৪ বছরের জেল হওয়ার কথা। পরে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। শাহাদাতের বাদী পক্ষের আইনজীবীও একই কথা বলেন। প্রসঙ্গত, শাহাদাতের মামলার বিষয়ে আদালত যে কোনো সময় পরবর্তী ঘোষণা দেবে। আদালতের রায়ে কাল নেমে আসতে পারে ক্রিকেটার শাহাদাতের জীবনে। এমনকি আইনের মারপ্যাঁচে পার পেলেও পেতে পারেন। তবে তার শাস্তি হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি। ৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে