বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৬:৩৯

সেদিন রাত চারটা পর্যন্ত কেঁদেছিলেন তামিম

সেদিন রাত চারটা পর্যন্ত কেঁদেছিলেন তামিম

স্পোর্টস ডেস্ক: এপ্রিলে পাকিস্তানের সাথে হোম সিরিজে বেশ ভালোই রান সংগ্রহ করেছিলেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তার ব্যাট থেকে চোখে পড়ার মত রান পায় দল। পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশে খেলতে এলো ভারত ক্রিকেট দল। প্রথম ম্যাচে ভালোই খেলেছিলেন তামিম। কিন্তু, পরবর্তী ম্যাচের পর থেকেই তামিমের ব্যাট ছিল একেবারে নিষ্প্রভ। ভারতের বিপক্ষে বাকি দুই ম্যাচে তামিমের সংগ্রহ ছিল যথাক্রমে ১৩ এবং ৫। জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে তামিম করেছিলেন মাত্র ১৮ রান। প্রশ্ন উঠেছিল তার আউট হওয়ার ধরণেও। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও তামিমের রান ছিল যথাক্রমে ০ এবং ৫। তামিমের এমন দায়িত্বজ্ঞানহীনতার ব্যাটিংয়ের জন্য পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তাকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ফোন দিয়ে বলেছিলেন সিরিজের দ্বিতীয় ওয়ানডের যাতে তামিমকে দলে না রাখা হয়। এতোদিন বাদে এসে এই ঘটনার খোলাসা করলো দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক নিউ এজ। পত্রিকাটির দাবি, হোটেলে ফেরার পথে কোচ চান্দিকা হাতুরুসিংহে বিষয়টি তামিমকে জানান। খবরটি শুনেই তামিম দিশেহারা হয়ে পড়েন।এমনকি, নিজের হোটেলরুমে রাত চারটা পর্যন্ত কেঁদেছিলেন! ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে