বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৬:২০

টাইগারদের নতুন কোচের বিষয়টি চূড়ান্ত

টাইগারদের নতুন কোচের বিষয়টি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : ‘অতি মূল্যায়িত’, ‘সমস্যা মানসিকতায়’—যাদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন, ফের সেই খেলোয়াড়দের নিয়েই নতুন মিশন শুরু করতে হচ্ছে কোচ মারুফুল হককে। এবার ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ। সাফে দুই ম্যাচ হেরেই যিনি জানিয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট শেষে আর দায়িত্বে থাকছেন না, বাফুফে দীর্ঘ মেয়াদে চুক্তির প্রস্তাব দিলেই কেবল ভেবে দেখবেন। দেশে ফিরে কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকের পর অবশ্য নিজের সে অবস্থান পাল্টেছেন তিনি। আপাতত বঙ্গবন্ধু কাপেই তিনি কাজ করতে রাজি, ‘সভাপতি আমাকে দায়িত্বটা চালিয়ে যেতে বলেছেন, আমিও তার প্রস্তাবে রাজি হয়েছি।’ তাতে সাফ ব্যর্থতায় খেলোয়াড়দের মান ও মানসিকতার যে সমস্যা তিনি তুলে ধরেছিলেন, সপ্তাহখানেকের ব্যবধানে সেই চ্যালেঞ্জটিও তাকে নতুন করে নিতে হচ্ছে। মারুফ এবার যদিও আশার ফানুস ওড়াচ্ছেন না, ‘চেষ্টা করে দেখি, কতটা উজ্জীবিত করতে পারি আমি ওদেরকে।’ লক্ষ্যের ব্যাপারে একেবারেই নিয়ন্ত্রিত বক্তব্য তার, ‘আমি একা লক্ষ্য স্থির করতে পারব না। খেলোয়াড়রা ফিরুক। তাদের মোটিভেশন কোন পর্যায়ে সেটা বুঝেই আমি এ ব্যাপারে জানাব। তা ছাড়া এই মুহূর্তে প্রতিপক্ষ দলগুলো নিয়েও আমার খুব বেশি ধারণা নেই।’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। পরের দুটি দলের বিষয়ে ধারণা থাকারই কথা মারুফুলের। তবু তিনি আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি নন, ‘ওদের জাতীয় দলই আসবে নাকি অন্য কোনো দল, সেটিও আমি এখনো জানি না। তা ছাড়া জাতীয় দল হলেও যে পরিকল্পনা অনেক ক্ষেত্রে ভেস্তে যায়, সাফে বাংলাদেশের প্রথম ম্যাচেই তার প্রমাণ পেয়েছেন এই কোচ। গত কয়েক মাসে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের যে দলটি খেলেছিল, সেটি মাথায় রেখেই সাফের জন্য ছক কষেছিলেন তিনি। কিন্তু ময়দানে নেমেই দেখলেন প্রায় ভিন্ন বাহিনী নিয়ে হাজির আফগানরা। ইউরোপে খেলা নতুন ৯ ফুটবলার, যাদের ব্যাপারে কোনো ধারণাই ছিল না বাংলাদেশের খেলোয়াড়দের। ফল যা হওয়ার তা-ই হয়েছে। সাফের এই শিক্ষা ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই কোচকে সংযত করেছে। একেবারে নিশ্চিত না হয়ে তিনি কিছুই বলতে চাইছেন না। তবে কাল দ্বিতীয় মিশনের দায়িত্ব বুঝে নিয়ে একটি প্রসঙ্গে জোর গলাতেই কথা বলেছেন এই কোচ। তা হলো, মাঠের বাইরে খেলোয়াড়দের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যদি কেউ তেমন কিছু প্রমাণ করতে পারে তবে সেই মুহূর্তে কোচিং ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বেশ কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর হওয়াতেই শিষ্যদের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। কেরালায় আনুষ্ঠানিকভাবে মামুনুল ইসলামরাও অবশ্য ‘এই সব খবর অবান্তর’ বলে উড়িয়ে দিয়েছেন। খেলোয়াড়রা ঢাকায় ফিরে ৪ জানুয়ারি কোচের কাছে রিপোর্ট করবেন। তাঁদের ঢাকায় এক বা দুই সেশন অনুশীলন হবে। এর পরই পুরো দল উড়ে যাবে প্রথম পর্বের ভেন্যু যশোরে। উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। শামসুল হুদা স্টেডিয়ামে এর আগে একমাত্র যে ম্যাচটি খেলেছে জাতীয় দল, সেটিও লঙ্কানদের বিপক্ষেই। বাংলাদেশ এগিয়ে গিয়েও ড্র করেছিল সেই ম্যাচ। এই দলটির বিপক্ষে এর পরও দুটি ম্যাচ খেলেছেন মামুনুলরা। দুটিতেই জয়, সর্বশেষটিতে গত বছরের বঙ্গবন্ধু গোল্ডকাপেই। তাই সাফের মতো শুরুতেই ধাক্কা খাবে না মারুফের দল— সে আশা অন্তত করাই যায়।-কালেরকন্ঠ ৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে