বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৭:৫১

বাংলাদেশ-ভারত ম্যাচের সেই ঘটনায় ব্যাপক হৈ চৈ

বাংলাদেশ-ভারত ম্যাচের সেই ঘটনায় ব্যাপক হৈ চৈ

স্পোর্টস ডেস্ক: যুগ যুগ ধরে ক্রিকেট পাড়ায় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি। ম্যাচটিতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশি টাইগারদের। আর এতে দারুণ ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। এমনকি সেসময় আইসিসির সাবেক সভাপতি মোস্তাফা কামাল ম্যাচটি পুণরায় খেলানোর জোর দাবি তুলেছিলেন। বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশ সফরে আসে ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ও ভারত। দেশের মাটিতে তিনটি দেশকেই চরম লজ্জার সাগরে ডুবায় টাইগাররা। সম্প্রতি দেশের জনপ্রিয় একটি দৈনিক ইংরেজি পত্রিকার বিশেষ প্রতিবেদনে উঠে আসে ভারত-বাংলাদেশের মধ্যকার হোম সিরিজের কিছু অজানা ঘটনা। পত্রিকাটি দাবি করছে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক মাশরাফি চেয়েছিলেন বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে, কিন্তু কোচ হাতুরিসিংহ সোজাসাপ্টা কথা দলকে যে কোন মূল্যে ফিল্ডিংয়ে নামতে হবে।’ তাই অধিনায়ক মাশরাফি কোচের নির্দেশে প্রথমে ফিল্ডিং করতে নামেন। প্রসঙ্গত, ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ভারত ছয় উইকেট হারিয়ে করে ৩১৭ রান। জবাবে বাংলাদেশ দল ৪৭ ওভারে ২৪০ রান করে অলআউট হয়। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে