বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩১:১২

মেসি-নেইমারদের নতুন রেকর্ড

মেসি-নেইমারদের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: একতাই বল। কথাটি যথার্থই প্রমাণ করে দেখালেন কোচ এনরিকের সৈনিকরা। মেসি-নেইমার ও সুয়েরেজরা একের অপরের হাত ধরে সুন্দর একটি বছর পার করতে যাচ্ছে। দুর্দান্ত একটি বছর পারের শেষ মুর্হূতে দারুণ একটি রেকর্ড গড়লো ক্লাব বার্সা। এক বছরে সবচেয়ে বেশি গোলের স্প্যানিশ রেকর্ডরা এখন কাতালান ক্লাবটিরই। বুধবার রাতে নিজেদের ফুটবল ক্যালেন্ডারের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-সুয়ারেজরা। এ বছর মোটে পাঁচটি ট্রফি জেতা বার্সার বর্তমান গোল সংখ্যা ১৮০টি। এর আগে গত বছর ১৭৮ গোল করে স্পেনের ক্লাবগুলোর এক বছরের সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন রিয়াল মাদ্রিদ। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডটা ভেঙে সেটা নিজেদের করে নিল বার্সেলোনা। রেকর্ড গড়তে রাতটিতে বেতিসের বিপক্ষে তিনটি গোল করে বার্সা। তবে একটি ফ্রিই পেয়েছিল তারা। অর্থাৎ গোলটি হয় প্রতিপক্ষের খেলোয়াড়ের আত্মঘাতীর কল্যাণে। বছরটিতে মেসি-নেইমার ও সুয়ারেজ যতগুলো গোল করেছেন পুরো বায়ার্ন মিউনিখ দলও ততগুলো গোল করতে পারেনি! এ বছর বায়ার্ন মিউনিখ গোল করেছে ১৩২টি। আর বার্সার ১৮০ গোলের ১৩৭টি করেছেন মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে। যেখানে মেসি ও সুয়ারেজের গোল সমান ৪৮টি, আর নেইমারের ৪১ গোল। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে