বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৮:৫১

নতুন বছরেও থাকছে মেসির চমক

নতুন বছরেও থাকছে মেসির চমক

স্পোর্টস ডেস্ক: মেসি-নেইমার ও সুয়েরেজের যৌথ নৈপুণ্যে দারুণ এক সাফল্যমন্ডিত বছর পার করেছে বার্সেলোনা। বছর পারের শেষ মুর্হূতেও নতুন একটি রেকর্ড গড়লো কোচ এনরিকের শিষ্যরা। এক বছরে সবচেয়ে বেশি গোলের স্প্যানিশ রেকর্ডরা এখন কাতালান ক্লাবটিরই। আর আগামী বছরও এর পুনরাবৃত্তি চান দলটির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। গত বুধবার বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে থেকে বছর শেষ করল তারা। ম্যাচ শেষে মেসি বলেন, “বছরটা আমরা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম।সেটা হয়েছেও।” বেতিসের বিপক্ষে ম্যাচের গতিবিধি সর্ম্পকে মেসি বলেন, “এটা অদ্ভুত এক ম্যাচ ছিল, জটিল। ম্যাচের গতি বাড়ানো আমাদের কাছে কঠিন হয়ে পড়েছিল, যেটা কিছুদিন ছুটি কাটানোর পর সব সময়ই কঠিন। কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছি, যেটা ছিল আজকে জেতা।” চলতি বছরের মত নতুন বছরটা আরো ভালো চায় সবাই। তবে এ থেকে কিঞ্চিত ভিন্ন মেসি। তিনি মনে করেন, “২০১৫ সালের পুনরাবৃত্তি করা কঠিন হবে। কিন্তু আমরা চেষ্টা করব।” ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে