বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৩:৫৪

না খেলেও ৬২৫০ কোটি টাকার মালিক

না খেলেও ৬২৫০ কোটি টাকার মালিক

স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বে অনেকেই অনেকভাবে অর্থ আয় করছেন। কেই চাকরি করে আবার অনেকে ব্যবসা করে।আমরাও জানি ব্যবসা ছাড়া বেশি দূর এগুনো যায় না। যারা ব্যবসায় সফল হন তারা অল্পতেই অনেক অর্থের মালিক বনে যান। কিন্তু এর বাইরেও যে বৈধভাবে বিশাল অর্থের মালিক হওয়া যায় তার অনন্য দৃষ্টান্ত সাবেক এক ফুবলার। এখন তিনি ফুটবল খেলেন না৷ কোচিংও করান না৷ আড়াই বছর আগে ফুটবল থেকে সরে দাঁড়ালেও ডেভিড বেকহ্যাম যা আয় করেন তা যে কোনও বর্তমান তারকা ফুটবলারের থেকেও বেশি৷ চলতি বছরে বেকহ্যামের আয় ৬৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি অর্থে প্রায় ৮০০ কোটি টাকা৷ এই আয় অবশ্য বেকহ্যামের একার নয়, রয়েছে তাঁর মডেল স্ত্রী ভিক্টোরিয়ারও৷ দু'জনের সম্পত্তিও এখন বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার ২৫০ কোটি টাকা৷ তাঁদের এই আয় নাকি রানি এলিজাবেথের থেকেও বেশি৷ দাবি ব্রিটিশ মিডিয়ার৷তাদের এই আয় বিশ্বের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি। বেকহ্যামের আয়ের মূল উত্স ভিক্টোরিয়ার ফ্যাশন ব্র্যান্ড বিক্রি থেকে৷ সঙ্গে রয়েছে ডেভিডের ফুটওয়ার্ক প্রোডাকশনের৷ বাকিটা বিভিন্ন বিজ্ঞাপনী স্বত্ত্ব থেকে৷ বেকহ্যামের নিজস্ব কোম্পানি--বেকহ্যাম ব্র্যান্ড হোল্ডিংসের তরফে আয়ের পরিমাণ ও উত্স জানানোর পাশাপাশি বলা হয়েছে, ডেভিডও ভিক্টোরিয়া ১২.৬ মিলিয়ন কর দিয়েছেন বলেও৷ ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে