বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৬:৫৩

৯টি টেস্ট খেলে ৬২টি উইকেট পেয়েছেন যিনি

৯টি টেস্ট খেলে ৬২টি উইকেট পেয়েছেন যিনি

স্পোর্টস ডেস্ক: আইসিসির শীর্ষ টেস্ট বোলার হিসেবে বছর শেষ করলেন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্যারিয়ারে এই প্রথম শীর্ষস্থান লাভ করলেন তিনি। ২০১৫ সালে ৯ টেস্টে ৬২টি উইকেট পেয়েছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ১৯৭৩ সালের পর এই প্রথম কোনো ভারতীয় বোলার টেস্টে শীর্ষে থেকে বছর শেষ করলো। তখন বিশেন বেদি এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আইসিসি বৃহস্পতিবার চলতি বছরের শেষ টেস্ট র‌্যাংকিংস প্রকাশ করেছে। অশ্বিন সেরা টেস্ট বোলার হওয়ার পাশাপাশি সেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে বছর শেষ করলেন। এই নিয়ে গত তিন বছরে দু'বার শীর্ষ অলরাউন্ডার হলেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান শীর্ষ অলরাউন্ডার হিসেবে বছর শুরু করেছিল। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে